আন্দামানের লুপ্তপ্রায় জনজাতির বিভিন্ন মডেলের সাজিয়ে তোলা হয়েছে এই মন্ডপ। পরিবেশ সচেতনতার বার্তার মধ্যে দিয়েই আন্দামান এর লুপ্তপ্রায় জনজাতিকে তুলে ধরা হয়েছে। তাদের পোশাক-আসাক এর পাশাপাশি বিভিন্ন মডেলের মাধ্যমে দর্শনার্থীদের নজর কারছে এই মন্ডপ। মাতৃ প্রতিমাও এই মন্ডপে বিশেষভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এই মন্ডপ দেখতে সন্ধ্যা থেকেই ভিড় জমছে অগণিত মানুষের। লাইনে দাঁড়িয়ে প্রবেশ করতে হচ্ছে এক টুকরো আন্দামানের এই মন্ডপে।
advertisement
আরও পড়ুনঃ মশার উপদ্রবে নাজেহাল বারাসত জেলা হাসপাতাল!
রয়েছে পুলিশি নিরাপত্তা ও পাশাপাশি পুজোর কদিন বিভিন্ন সংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন রাখা হয়েছে ভাতৃ সংঘের উদ্যোগে। এবছর ভাতৃসংঘের ২৮ তম বৎসরের পুজো। প্রায় ১০ লক্ষ টাকা বাজেট নিয়ে গত দু'মাস ধরে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে শিল্পীরা সুনিপুন কাজের মধ্যে দিয়ে ফুটিয়ে তুলেছেন এই মন্ডপ সজ্জা। মন্ডপ দর্শনের জন্য প্রতিবন্ধী ও বয়স্ক মানুষদের জন্য আলাদা ব্যবস্থা থাকলেও, এবছর বিশেষ কোন পাশের বন্দোবস্ত করা হয়নি। সকলকেই এ বছর লাইনে দাঁড়িয়ে প্রবেশ করতে হচ্ছে পুজো মন্ডপে।
Rudra Narayan Roy