এর আগে ১৮ বছর ধরে বিভিন্ন উপকরণ দিয়ে দুর্গা প্রতিমা গড়েছেন শিল্পী। যা জেলার পাশাপাশি ভিন রাজ্যেও গিয়েছে। তার হাতের কাজ সংরক্ষণ করার রয়েছে বিভিন্ন জায়গায়। হাবরার বানিপুর এলাকার বাসিন্দা ইন্দ্রজিৎ পোদ্দার এর আগে সোনা হীরে সহ বিভিন্ন মূল্যবান জিনিস দিয়ে প্রতিমা গড়েছেন। মিলেছে স্বীকৃতিও। এবছর তার তৈরি কালী মূর্তি, যাচ্ছে ব্যারাকপুরের একটি মণ্ডপে।
advertisement
আরও পড়ুন Dhanteras: এক রাতেই বড়লোক হলেন ঝাঁটা ব্যবসায়ীরা, ধনতেরসে ঝাঁটা কেনার হিড়িক জেলায়
মূল্যবান এই জিনিস দিয়ে প্রতিমা গড়ার জন্য নিরাপত্তার বিষয়টি সকলেরই মাথায় আসে। তাই, তার শিল্পালয়ের চারিদিকে সিসিটিভি ক্যামেরায় নজরদারি চলে। দেওয়াহয় স্থানীয় পুলিশের পক্ষ থেকে নিরাপত্তাও। এদিন তার তৈরি কালি মূর্তি পাড়ি দিল মণ্ডপের উদ্দেশ্যে। পুলিশ স্কোয়াড করেই নিয়ে যাওয়া হবে ঠাকুর, জানালেন ক্লাব উদ্যোক্তারা।
আরও পড়ুন Birbhum News :খেলা হওয়ার আগেই শেষ 'খেলা হবে' নিষিদ্ধ শব্দবাজি
ইন্দ্রজিৎ বাবু জানান, তিনি এই প্রতিমা বানিয়ে যতটা খুশি হন তার থেকে অনেক বেশি খুশি হন, যখন দর্শনার্থীদের তার তৈরি প্রতিমা ভাল লাগে। তবে প্রতিলবছরই ইন্দ্রজিৎ পোদ্দার নতুন নতুন উপকরণ দিয়ে মূর্তি তৈরি করেন তখন প্রশাসনের সহযোগিতা পান বলেও স্বীকার করে নিলেন। তাই এবার ৫৬ কেজির রুপোর প্রতিমা দেখতে আসতেই হবে ব্যারাকপুরে।
রুদ্র নারায়ণ রায়