সূত্রের খবর, অ্যাংলো ইন্ডিয়া জুট মিলের তাঁত বিভাগে পুরানো মেশিন তুলে ফেলার ঘটনাকে কেন্দ্র করে ঝামেলার সূত্রপাত হয়। এই নিয়ে সোমবার বেলা ১১ টার দিক থেকে মালিকপক্ষের সঙ্গে শ্রমিকদের বিরোধ বাঁধে। তাঁত ঘরের শ্রমিক মহম্মদ নাসিম, খুরশিদ আলি, মহম্মদ কালামউদ্দিন ও মহম্মদ আজাহারউদ্দিন এই মেশিন তোলার প্রতিবাদ জানিয়ে ধর্মঘটে বসেন। মালিকপক্ষের অভিযোগ, ওইদিন দুপুর দুটোর শিফটে কাজে যোগ দিতে আসা বাকি শ্রমিকদেরও বাধা দেয় ওই চারজন। ফলে মিলের উৎপাদন থমকে যায়। রাতে ফের তাঁত ঘরে ওই চার শ্রমিক অশান্তি পাকায় বলে দাবি করা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে মিলে ছুটে আসে ভাটপাড়া থানার বিশাল পুলিশ বাহিনী। এরপর রাতেই মিলের গেটে সাময়িক বন্ধের নোটিশ ঝুলিয়ে দেয় মালিকপক্ষ।
advertisement
আরও পড়ুন: সাফাই কর্মীদের পরিফর্তে হাসপাতাল পরিষ্কার করার দায়িত্ব কাঁধে তুলে নিল অন্যরা
নোটিশে উল্লেখ করা হয়েছে, শ্রমিক অসন্তোষ এর কারণে ব্যাচিং থেকে তাঁত বিভাগে উৎপাদন বন্ধ হয়ে গেছে। নিলে আগুন লাগার পর আধুনিকীকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর তাই পুরনো মেশিন তুলে সেখানে নতুন মেশিন বসানোর সিদ্ধান্ত নিয়েছে মালিকপক্ষ। এতে সংস্থার লাভ হবে বলে দাবি। কিন্তু আধুনিক মেশিন বসলে অনেকে কাজ হারাবেন বলে শ্রমিকদের দাবি। সেই কারণেই তাঁরা কর্তৃপক্ষের সিদ্ধান্তের বিরোধিতার পথে হেঁটেছেন বলে দাবি শ্রমিকদের।
অরুণ ঘোষ