এখানে যে শুধু ফ্যাশন শো এরই আয়োজন করা হয়েছিল তেমনটা কিন্তু নয়, একই সাথে দেশী সারমেয়দের স্বাস্থ্য পরিক্ষার ব্যবস্থা করা হয়। অভিজ্ঞ পশু চিকিৎসকের পরামর্শ এবং ভ্যাক্সিনেশন করানোর ব্যবস্থাও রাখা হয়েছিল। এরপর, রেড কার্পেটে একের পর এক হেঁটে আসে দেশি সারমেয়রা আর বিচারকমন্ডলির সামনে রীতিমত নিজেদের সেরা প্রমাণ করার লড়াই চালালো তারা। চমকের মধ্যে আরও ছিল, দেশি সারমেয়দের ডান্স। যে দুটি দেশী সারমেয় রেড কার্পেটে ডান্স করল তারা স্বামী-স্ত্রী বলেও দাবি করা হয় আয়োজক সংস্থার তরফে।
advertisement
সাথে একটি দেশি বিড়ালও অংশগ্রহণ করেছিল। বিদেশি সারমেয় দের অনেকেই বাড়িতে শখ করে রাখেন, কিন্তু রাস্তায় ঘুরে বেড়ানো দেশী সারমেয়ওদের অনেকেই অবজ্ঞা করে থাকেন। আঘাত করেন, সেইসব অবলা প্রাণীদের যার আঘাত করে তাদের দৃষ্টি বদলাক এই বার্তায় তুলে ধরা হয়, এদিনের ফ্যাশন শো এর মঞ্চ থেকে। বহু পশুপ্রেমীরা এদিনের অনুষ্ঠান চুটিয়ে উপভোগ করলেন।
Rudra Narayan Roy