পরদিন সকালে ফের ওই একই পুকুর থেকে আরো এক ছাত্রের মৃতদেহ উদ্ধার করেছে রহড়া থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম মেঘদ্বীপ কুন্ডু (২১) রহড়া রামকৃষ্ণ মিশন বি সি কলেজের বিএসসি বিভাগের ছাত্র। সে ভোরবেলা বাড়ি থেকে বেরিয়েছিল। যদিও কি উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছিল, কেনই বা সেই পুকুরের কাছে গেছিল, সঙ্গে কেউ ছিল কিনা, এই সমস্ত বিষয় এখনো তদন্ত করে দেখছে রহড়া থানার পুলিশ।
advertisement
আরও পড়ুন ঃ শ্রীভূমির ডিজনিল্যান্ড এবার হাবরার প্রফুল্লনগরে! দুর্গা পুজোর আগেই থিম বিতর্ক!
তবে একই পুকুর থেকে পরপর দুটি মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকার মানুষের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। আগেরদিন ওই পুকুরেই ডুবে মৃত্যু হয়েছে দশম শ্রেণীর এক স্কুল ছাত্রের। এই দিনই ওই একই পুকুরে ডুবে মৃত্যু হল এক ছাত্রের। এই মাসেই গঙ্গায় স্নান করতে গিয়ে তলিয়ে গিয়েছে বেশ কয়েকজন স্কুল ছাত্রের বিভিন্ন ঘাটে। বর্ষায় এমনিতেই জলে ভরে থাকে পুকুর এবং গঙ্গা। তার মধ্যে অধিকাংশ ছাত্র সাঁতার কাটতে জানে না। ফলে তলিয়ে যায়। এতো ছাত্র প্রায় পর পর জলে ডুবে মৃত্যু হচ্ছে তার জন্য ব্যাবস্থা নেওয়া প্রয়োজন হয়ে পড়েছে বলে মনে করছে এলাকাবাসী।
Arun Ghosh