আরও পড়ুন: চড়কের চাঁদ না দেওয়ায় বাড়িতে ঢুকে বধূকে বেধরক মার!
২০১৯ সালে হুগলির এক বাসিন্দা বরাহনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই এসিপি সোমনাথ ভট্টাচার্যের বরাহনগরের বাড়িতে গিয়ে নোটিশ দিয়ে আসে ব্যারাকপুর গোয়েন্দা শাখার পুলিশ। পরদিন নির্ধারিত সময় অনুযায়ী তিনি হাজির হন ব্যারাকপুর গোয়েন্দা দফতরে। প্রায় দীর্ঘ সাত ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে গ্রেফতার করা হয়।
advertisement
সোমবার কলকাতা পুলিশের এই আধিকারিককে ব্যারাকপুর আদালতে তোলা হলে বিচারক ৭ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। এই পুলিশকর্তার বিরুদ্ধে সিআইডিতেও অভিযোগ দায়ের হয়েছিল। এছাড়া তাঁর বিরুদ্ধে আরও বেশ কিছু অভিযোগ আছে বলে জানা গিয়েছে। এই প্রতারণা চক্রের মাস্টারমাইন্ড ওই পুলিশকর্তা নাকি এর পেছনে আরও কেউ আছে তা জানার চেষ্টা করছেন গোয়েন্দারা।
অনুপ চক্রবর্তী