TRENDING:

North 24 Parganas: যশোর রোড তো নয়! যেন মরণ ফাঁদ! কি এমন ঘটল?

Last Updated:

যশোর রোড পার্শ্বস্ত বৃহৎ আকৃতির প্রাচীন গাছগুলির মৃত প্রায় ডাল ভেঙে নিত্যদিন ঘটছে নানা দুর্ঘটনা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#উত্তর ২৪ পরগনা : যশোর রোড পার্শ্বস্ত বৃহৎ আকৃতির প্রাচীন গাছগুলির মৃত প্রায় ডাল ভেঙে নিত্যদিন ঘটছে নানা দুর্ঘটনা। আতঙ্ক নিয়েই যাতায়াত করতে হচ্ছে মানুষজনকে। যশোর রোডের মতো গুরুত্বপূর্ণ রাস্তায় প্রতিদিন ছুটে চলে যানবাহন। পাশাপাশি নৃত্য যাত্রীদেরও যাতায়াত দেখতে পাওয়া যায় যশোর রোডের ধার দিয়ে। রাস্তার দু'ধারের বিভিন্ন জায়গায় রয়েছে নানা দোকান। কিন্তু যশোর রোডের দুপাশের প্রাচীন দৈত্যাকার গাছ গুলির মৃতপ্রায় ডাল ভেঙে পড়ছে যখন তখন। চলার রাস্তায় তৈরি হচ্ছে দুর্ঘটনার আশঙ্কা।
advertisement

 

 

ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় গাছের ডাল পড়ে দুর্ঘটনার সম্মুখীন হয়েছেন বহু সাধারণ মানুষ। গাছের ডাল পড়েমৃত্যুও ঘটেছে বেশ কয়েক জনের। গত কয়েকদিন আগেও হাবরার জয়গাছি এলাকায় যশোর রোডের পাশে থাকা গাছের ডাল একটি দোকানের উপর ভেঙে পড়ে। দোকানের মধ্যে সেইসময় ছিলেন দুই ব্যক্তি। গাছের ডাল ভেঙে পড়ে গুরুতর আহত হন দুজনেই।

advertisement

View More

আরও পড়ুনঃ বৃষ্টি হলেই রাস্তায় চলাচল দুর্বিষহ! ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী

 

 

এরপরই, স্থানীয় বাসিন্দারা দাবি করেন, হাবড়া পৌরসভায় একাধিকবার আবেদন করা হলেও, প্রশাসনের তরফ থেকে কোন তৎপরতা দেখা যাচ্ছে না। ফলে যশোর রোডে তৈরি হয়েছে মরণ ফাঁদ। দত্তপুকুর নতুন রাস্তার মোড় এলাকায়ও রাস্তার পাশে থাকা গাছের মৃত প্রায় ডাল ভেঙে পড়ার সমস্যা লক্ষ্য করা গিয়েছে। এরপরই, বিশালাকার গাছগুলি শুকিয়ে যাওয়া ডাল কেটে ফেলার উদ্যোগ নেয় স্থানীয় প্রশাসন। ঝড়, বৃষ্টি হলে গাছের ডাল পড়েও যশোর রোডের মতো ব্যস্ততম রাস্তায় যানজটের সৃষ্টি হচ্ছে বলে স্থানীয়দের দাবি।

advertisement

আরও পড়ুনঃ পুজোর আগে দক্ষিণেশ্বর রেল কলোনির বস্তি উচ্ছেদ! উঠছে প্রশ্ন

 

 

যশোর রোড পার্শ্বস্ত ব্যবসায়ী মানুষেরা দীর্ঘদিন ধরেই বিষয়টি নিয়ে বারাসাত ব্লক ওয়ান প্রশাসনের কাছে আবেদন করায়, এদিন তৎপর হতে দেখা গেল তাদের। পাশাপাশি যশোর রোড পার্শ্বস্থ এলাকার বাসিন্দারা পরিবেশপ্রেমীদের কাছেও আবেদন রেখেছেন বিষয়টি দেখার। পরিবেশ রক্ষা অবশ্যই প্রয়োজনীয়, তবে গাছগুলির মরা ডাল যে বিপদের আশঙ্কা তৈরি করছে তা থেকেও নিষ্কৃতীমিলুক চাইছেন যশোর রোড পার্শ্বস্ত বিস্তীর্ণ এলাকার মানুষজন।

advertisement

 

 

 

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Rudra Narayan Roy

বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas: যশোর রোড তো নয়! যেন মরণ ফাঁদ! কি এমন ঘটল?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল