ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় গাছের ডাল পড়ে দুর্ঘটনার সম্মুখীন হয়েছেন বহু সাধারণ মানুষ। গাছের ডাল পড়েমৃত্যুও ঘটেছে বেশ কয়েক জনের। গত কয়েকদিন আগেও হাবরার জয়গাছি এলাকায় যশোর রোডের পাশে থাকা গাছের ডাল একটি দোকানের উপর ভেঙে পড়ে। দোকানের মধ্যে সেইসময় ছিলেন দুই ব্যক্তি। গাছের ডাল ভেঙে পড়ে গুরুতর আহত হন দুজনেই।
advertisement
আরও পড়ুনঃ বৃষ্টি হলেই রাস্তায় চলাচল দুর্বিষহ! ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী
এরপরই, স্থানীয় বাসিন্দারা দাবি করেন, হাবড়া পৌরসভায় একাধিকবার আবেদন করা হলেও, প্রশাসনের তরফ থেকে কোন তৎপরতা দেখা যাচ্ছে না। ফলে যশোর রোডে তৈরি হয়েছে মরণ ফাঁদ। দত্তপুকুর নতুন রাস্তার মোড় এলাকায়ও রাস্তার পাশে থাকা গাছের মৃত প্রায় ডাল ভেঙে পড়ার সমস্যা লক্ষ্য করা গিয়েছে। এরপরই, বিশালাকার গাছগুলি শুকিয়ে যাওয়া ডাল কেটে ফেলার উদ্যোগ নেয় স্থানীয় প্রশাসন। ঝড়, বৃষ্টি হলে গাছের ডাল পড়েও যশোর রোডের মতো ব্যস্ততম রাস্তায় যানজটের সৃষ্টি হচ্ছে বলে স্থানীয়দের দাবি।
আরও পড়ুনঃ পুজোর আগে দক্ষিণেশ্বর রেল কলোনির বস্তি উচ্ছেদ! উঠছে প্রশ্ন
যশোর রোড পার্শ্বস্ত ব্যবসায়ী মানুষেরা দীর্ঘদিন ধরেই বিষয়টি নিয়ে বারাসাত ব্লক ওয়ান প্রশাসনের কাছে আবেদন করায়, এদিন তৎপর হতে দেখা গেল তাদের। পাশাপাশি যশোর রোড পার্শ্বস্থ এলাকার বাসিন্দারা পরিবেশপ্রেমীদের কাছেও আবেদন রেখেছেন বিষয়টি দেখার। পরিবেশ রক্ষা অবশ্যই প্রয়োজনীয়, তবে গাছগুলির মরা ডাল যে বিপদের আশঙ্কা তৈরি করছে তা থেকেও নিষ্কৃতীমিলুক চাইছেন যশোর রোড পার্শ্বস্ত বিস্তীর্ণ এলাকার মানুষজন।
Rudra Narayan Roy