TRENDING:

North 24 Parganas Tornado: মাত্র দু'মিনিটের ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড! ভয়াবহ টর্নেডোয় বেশ কয়েকজন আহত মিনাখাঁর আমতলায়

Last Updated:

North 24 Parganas Tornado: বসিরহাটের সুন্দরবনের মিনাখাঁ ব্লকের কুমারজোল গ্রাম পঞ্চায়েত এলাকায় এদিন আচমকাই একটি ঘূর্ণিঝড় শুরু হয়। দু'মিনিট ধরে চলে এই ভয়ানক ঝড়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বসিরহাট: দু’মিনিটের ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড মিনাখাঁর আমতলা গ্রাম ও বাজার, আহত বেশ কয়েকজন, ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি বাড়ি ও দোকান। বসিরহাটের সুন্দরবনের মিনাখাঁ ব্লকের কুমারজোল গ্রাম পঞ্চায়েত এলাকায় এদিন আচমকাই একটি ঘূর্ণিঝড় শুরু হয়। দু’মিনিট ধরে চলে এই ভয়ানক ঝড়। যার জেরে কুমারজোল গ্রাম পঞ্চায়েতের মালেয়াড়ি, আমতলা ও জয়গ্রামের মতো বেশ কিছু গ্রাম ও বাজার লন্ডভন্ড হয়ে যায়।
advertisement

গ্রামবাসীদের পাশাপাশি বাজারের ব্যবসায়ীরা ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন। সকাল থেকে চলছিল অঝোরে বৃষ্টি। তার মধ্যেই হঠাৎ করে ঘূর্ণিঝড় চালু হয়ে যায়। ঘটনার আকস্মিকতায় হকচকিয়ে পড়েন গ্রামবাসীরা। বেশ কয়েকজন গ্রামবাসী আহত হয়েছেন। তার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে কলকাতার চিত্তরঞ্জন মেডিক‍্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

advertisement

আরও পড়ুন: আর কয়েক ঘণ্টা, পরপর ৩ গ্রহের অবস্থান পরিবর্তনে ৪ রাশির ভাগ্যবদল! হুহু করে টাকা আসবে হাতে

View More

গ্রামবাসীরা জানাচ্ছেন, প্রায় একশো কিলোমিটার বেগে এই ঝড় শুরু হয়। তারপর বিভিন্ন জায়গায় বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে। বেশ কয়েকটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়। ফলে যথেষ্টই ভোগান্তির মধ্যে পড়েছেন গ্রামবাসীরা। বেশ কয়েকটি গাছও ভেঙে পড়েছে রাস্তার উপর। যার ফলে অবরুদ্ধ হয়েছে বেশ কয়েকটি রাস্তা। ফলে বেশ কিছু রুটের অটো ও টোটো বন্ধ রয়েছে। পঞ্চায়েত ও ব্লক প্রশাসনের উদ্যোগে দ্রুততার সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

জুলফিকার মোল্যা

বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas Tornado: মাত্র দু'মিনিটের ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড! ভয়াবহ টর্নেডোয় বেশ কয়েকজন আহত মিনাখাঁর আমতলায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল