এরপরেই তড়িঘড়ি স্থানীয় বাসিন্দারাই রিয়াংশুকে নিয়ে যান ব্যারাকপুর বিএন বসু মহকুমা হাসপাতালে। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে টিটাগর আট নম্বর ওয়ার্ডের পুরনো গলি অঞ্চলের। ঘটনায় প্রাথমিকভাবে টিটাগর থানার পুলিশ আটক করেছে রিয়াংশুর বাবা অশোক চৌধুরীকে।
আরও পড়ুনঃ খেলোয়াড়ের জন্মদিন পালন হল মাঠেই, জন্মদিনের টাকা দিয়েই বিশেষ উদ্যোগ!
advertisement
মৃত কিশোর রিয়াংশুর পিসি গুঞ্জা চৌধুরী স্থানীয় মানুষজনের চিৎকার শুনেই ছুটে এসে দেখেন, রিয়াংশু পড়ে রয়েছে অচৈতন্য অবস্থায়। তবে কি কারনে এই ঘটনা তা এখনও জানা সম্ভব হয়নি। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন স্থানীয় পৌরপিতা ওম প্রকাশ সাউ। তিনি জানান, দীর্ঘদিন ধরেই স্বামী স্ত্রীর এই গন্ডগোল চলছে।
আরও পড়ুনঃ অবিরাম বৃষ্টি! তার মধ্যেই দু'বছরের লোকসান কমাতে কর্মব্যস্ত প্রতিমা শিল্পীরা
মাঝে মধ্যে তিনি মধ্যস্থতা করে দিয়েছিলেন, স্বামী স্ত্রীর সংসার জীবন যাতে অতিবাহিত হয়। তবে আজকের এই ঘটনা অত্যন্ত দুঃখজনক। মৃতদেহ ময়নাতদন্তের পরই জানা যাবে আসল কারণ দাবি পুলিশ সহ স্থানীয় বাসিন্দাদের। স্থানীয় সূত্রে জানা যায় মৃত কিশোরের গলায় একটি দাগ দেখা গিয়েছে। আর সেই দাগ ঘিরেই এখন ঘনীভূত হচ্ছে রহস্য।
Rudra Narayan Roy