North 24 Parganas News: খেলোয়াড়ের জন্মদিন পালন হল মাঠেই, জন্মদিনের টাকা দিয়েই বিশেষ উদ্যোগ!
- Published by:Ananya Chakraborty
Last Updated:
জাঁকজমক, হইহুল্লোড় করে ছেলের ১৮ তম জন্মদিন পালন করতে পারতেন বাবা৷ ছেলের ইচ্ছাকে গুরুত্ব দিয়েই, জন্মদিন পালন হল একটু অন্যভাবে।
#উত্তর ২৪ পরগনা : জাঁকজমক, হইহুল্লোড় করে ছেলের ১৮ তম জন্মদিন পালন করতে পারতেন বাবা৷ ছেলের ইচ্ছাকে গুরুত্ব দিয়েই, জন্মদিন পালন হল একটু অন্যভাবে। সবুজ মাঠেই কাটা হল জন্মদিনের কেক। অশোকনগরের ক্রীড়াক্ষেত্রে পরিচিত নাম সুবীর চন্দ্র। সুবীর বাবুর একমাত্র পুত্র সম্রাট। ছোট থেকেই খেলা পাগল সে। পড়াশোনার পাশাপাশি খেলা ধুলোয় বিশেষ আগ্রহ জন্মেছে বাবাকে দেখেই। দিনের অধিকাংশ সময় খেলাধুলার মধ্যে দিয়ে মাঠে কাটে সম্রাট চন্দ্রের। জন্মদিনের আগে কর্মসূত্রে বাইরে থাকা বাবা ছেলের কাছে জানতে চান জন্মদিনের আয়োজন প্রসঙ্গে।
কিন্তু বিন্দুমাত্র সময় অতিবাহিত না করেই বাবাকে নিজের ইচ্ছার কথা জানান। ছেলের ইচ্ছায় বিন্দুমাত্র সংশয় প্রকাশ না করেই, সম্মতি জানান বাবা। সতীর্থদের সঙ্গে নিয়েই সবুজের মাঝে করা হল জন্মদিন পালন। তবে শুধু কেক কেটেই হল না জন্মদিন পালন। খেলাধুলার সুবাদে সম্রাটের নজরে আসে, বহু ক্ষেত্রেই আর্থিকভাবে পিছিয়ে পড়া খেলোয়ারদের সামর্থ্য হয় না ক্রীড়া সরঞ্জাম কেনার।
advertisement
আরও পড়ুনঃ বাবা-মার সম্পর্কের মাঝে পড়েই কি প্রাণ দিতে হলো ন'বছরের কিশোরকে! দানা বাঁধছে রহস্য
আর সেই বিষয়টিকে মাথায় রেখেই, এলাকার কিছু দুস্থ খেলোয়াড়দের হাতে নিজের জন্মদিনের অর্থ দিয়ে তুলে দিলেন উপহার। ছেলের ইচ্ছাকে গুরুত্ব দিয়েই অশোকনগর কচুয়া মোড় সংলগ্ন এলাকার বাসিন্দা সুবীর চন্দ্র যোগাযোগ করেন অশোকনগর টাউন অলিম্পিক কমিটির সঙ্গে। ছেলের এই ইচ্ছার কথা জানান কমিটির দায়িত্বে থাকা সঞ্জয় দাস ও অংশুমান রায়ের কাছে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ পাচ্ছেন না বেতন, পুজোর আগে চরম সমস্যায় পৌরসভার শ্রমিক কর্মচারীরা
এরপরই এই মহৎ উদ্যোগকে বাস্তবে রূপ দিতে খেলার মাঠেই আয়োজন করা হয় জন্মদিন পালনের। তাদের উদ্যোগেই ক্রীড়া ক্ষেত্রে আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া অথচ সম্ভাবনাময় খেলোয়ারদের খুঁজে বার করে, তাদের প্রয়োজনীয় ক্রীড়া সরঞ্জাম তুলে দেওয়ার ব্যবস্থা করেন। মাঠেই পরিবারের পাশাপাশি সতীর্থ এবং প্রশিক্ষকদের নিয়ে করা হল সেলিব্রেশন। খেলা পাগল সম্রাটের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এলাকার ক্রীড়া প্রেমী মহল।
advertisement
Rudra Narayan Roy
view commentsLocation :
First Published :
September 15, 2022 7:04 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: খেলোয়াড়ের জন্মদিন পালন হল মাঠেই, জন্মদিনের টাকা দিয়েই বিশেষ উদ্যোগ!