North 24 Parganas News: পাচ্ছেন না বেতন, পুজোর আগে চরম সমস্যায় পৌরসভার শ্রমিক কর্মচারীরা

Last Updated:

পুজোর আগে আর্থিক সমস্যায় ভাটপাড়া পুরসভার শ্রমিক কর্মচারীরা। কাজ করেও বেতন না মেলায়, কর্ম বিরতির পথে হাঁটলেন তারা।

+
বন্ধ

বন্ধ ময়লা তোলার কাজ

#উত্তর ২৪ পরগনা : পুজোর আগে আর্থিক সমস্যায় ভাটপাড়া পুরসভার শ্রমিক কর্মচারীরা। কাজ করেও বেতন না মেলায়, কর্ম বিরতির পথে হাঁটলেন তারা। ফলে স্তব্ধ থাকল গোটা এলাকার ময়লা আবর্জনা তোলার কাজ। গত মাসের বেতন এখনও হাতে পাননি ভাটপাড়া পুরসভার আরবান ট্রাক্টর শ্রমিক কর্মচারীরা। ফলে পুজোর আগে চরম আর্থিক সমস্যা দেখা দিয়েছে সংসারে। খাওয়া-দাওয়া থেকে সন্তানের পড়াশোনার ক্ষেত্রেও তৈরি হয়েছে সমস্যা। আর তার জেরেই শ্রমিক কর্মচারীরা একত্রিত হয়ে বিক্ষোভের পথে হাঁটেন। বেতনের দাবি জানিয়ে এদিন শ্রমিকরা কাজে যোগ দেননি বলেও জানা যায়।
ভাটপাড়া পৌরসভার পাম্পিং স্টেশনের গেটে সামনে বিক্ষোভ দেখাতে থাকেন শ্রমিকরা। তাদের দাবি, অন্যান্য বিভাগে বেতন হয়ে গেলেও, তারাই শুধু বেতন পাননি। ময়লা আবর্জনা পরিষ্কার করেই চলে তাদের রুটি-রুজি। সেই জায়গায় দাঁড়িয়ে যদি সময় মতন বেতন না পান সেক্ষেত্রে সংসার চালানোর দায় হয়ে পরে। কর্ম বিরতির জেরে এদিন সকাল থেকেই পৌর অঞ্চল সাফাইয়ের জন্য কোন গাড়ি বের হতে দেয়নি শ্রমিকরা।
advertisement
আরও পড়ুনঃ জেলার সীমান্তবর্তী এলাকায় ভয় ধরাচ্ছে ডেঙ্গু! তৎপর প্রশাসন
শ্রমিকদের বক্তব্য, অবিলম্বে তাদের বকেয়া বেতন মিটিয়ে দিতে হবে। তা না হলে, তারা বৃহত্তর আন্দোলনের পথে যাবেন। প্রসঙ্গত, এর আগেও ভাটপাড়া পৌরসভার সংগঠিত ও অসংগঠিত শ্রমিক কর্মচারীরা পূর্বতন বোর্ডের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন। নতুন বোর্ড গঠনের পর দীর্ঘ আলোচনার মাধ্যমে শ্রমিক কর্মচারীদের সেই সমস্যার সমাধান করা হয়েছিল।
advertisement
advertisement
এভাবেই, বারংবার একই সমস্যা নিয়ে শ্রমিক অসন্তোষের মুখে পড়তে হয়েছে ভাটপাড়া পৌরসভাকে। যদিও এবার পুরসভার তরফ থেকে জানানো হয়েছে, সকল পৌর কর্মীর বেতন দেওয়া হয়েছে কোন কারনে সেই বেতন পৌঁছয়নি তবে ধীরে ধীরে সেই বেতন পৌছাচ্ছে।বেতন না মেলায় সমস্যায় ভাটপাড়া পুরসভার পৌর কর্মী শ্রমিকরা। কবে মিলবে বেতন এখন সেদিকেই তাকিয়ে তারা।
advertisement
Rudra Narayan Roy
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: পাচ্ছেন না বেতন, পুজোর আগে চরম সমস্যায় পৌরসভার শ্রমিক কর্মচারীরা
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement