এছাড়াও, দেশপ্রেমিক কল্লোল সোম জানান, শেষ জীবন পর্যন্ত, যদি কেউ ভারতের স্বাধীনতা ক্ষুন্ন, আঘাত, খর্ব করার চেষ্টা করে, তাহলে তিনি তার সাধ্যের মধ্যে যতটা করার তা চেষ্টা করবেন। আর তাই, স্বাধীনতার ৭৫ বছর উদযাপন করতেই ৭৫ কিলোমিটার দৌড়ানোর পরিকল্পনা নিয়ে বাড়ি থেকে রওনা হয়েছেন কল্লোল সোম। চলার পথে প্রতি এক কিলোমিটার অন্তর দাঁড়িয়ে স্থানীয় একজন সাধারণ নাগরিকের হাতে একটি করে ভারতীয় জাতীয় পতাকা হস্তান্তর করছেন।
advertisement
আরও পড়ুনঃ ভরা বর্ষায় চলছে কাজ! মাটি গলে বিপজ্জনক অবস্থা গুরুত্বপূর্ণ রাস্তার
কল্লোল বাবুর এই পতাকা হস্তান্তরের বিষয়টি দেখতে রীতিমতো এলাকায় জমে যাচ্ছে ভিড়। পাশাপাশি, যাদেরককে এই পতাকা হস্তান্তর করছেন তাদেরকে কল্লোল বাবু বলছেন, ১৫ তারিখ তারা যেন বাড়িতে পতাকা উত্তোলন করেন এবং স্বাধীনতা দিবসের দিন সূর্যাস্তের আগেই যেন সেই পতাকা নামিয়ে ফেলেন। আধুনিক যুগের দেশপ্রেমিক কল্লোল বাবুর বার্তা, আগামী দিনে যদি কেউ দেশের স্বাধীনতা খর্ব করার চেষ্টা করে, তবে তা সকলে মিলে রুখে দিতে হবে।
আরও পড়ুনঃ নতুন প্রজন্মের সাহিত্যিকদের তুলে আনতে অভিনব ভাবনা!
কল্লোলবাবু, এদিনই তার বাড়িতে ভোরে ভারতের পতাকা উত্তোলন করে বেড়িয়েছেন বলেও জানান। এরপর থেকে দৌড়ে বারাসত হয়ে টাকি রোড ধরে বসিরহাট টাকি সীমান্তে গিয়ে তার কর্মসূচি শেষ করে, স্বাধীনতার ৭৫ তম বর্ষের পতাকা উত্তোলন করবেন বলেও জানান। নতুন প্রজন্মের যুবসমাজকেও এগিয়ে আসার বার্তা দিচ্ছেন পেশায় সফটওয়্যার ডেভলপার কল্লোল সোম। তারই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন প্রতিবেশী থেকে পথ চলতি মানুষ সকলেই।
Rudra Narayan Roy