কিন্তু বিন্দুমাত্র সময় অতিবাহিত না করেই বাবাকে নিজের ইচ্ছার কথা জানান। ছেলের ইচ্ছায় বিন্দুমাত্র সংশয় প্রকাশ না করেই, সম্মতি জানান বাবা। সতীর্থদের সঙ্গে নিয়েই সবুজের মাঝে করা হল জন্মদিন পালন। তবে শুধু কেক কেটেই হল না জন্মদিন পালন। খেলাধুলার সুবাদে সম্রাটের নজরে আসে, বহু ক্ষেত্রেই আর্থিকভাবে পিছিয়ে পড়া খেলোয়ারদের সামর্থ্য হয় না ক্রীড়া সরঞ্জাম কেনার।
advertisement
আরও পড়ুনঃ বাবা-মার সম্পর্কের মাঝে পড়েই কি প্রাণ দিতে হলো ন'বছরের কিশোরকে! দানা বাঁধছে রহস্য
আর সেই বিষয়টিকে মাথায় রেখেই, এলাকার কিছু দুস্থ খেলোয়াড়দের হাতে নিজের জন্মদিনের অর্থ দিয়ে তুলে দিলেন উপহার। ছেলের ইচ্ছাকে গুরুত্ব দিয়েই অশোকনগর কচুয়া মোড় সংলগ্ন এলাকার বাসিন্দা সুবীর চন্দ্র যোগাযোগ করেন অশোকনগর টাউন অলিম্পিক কমিটির সঙ্গে। ছেলের এই ইচ্ছার কথা জানান কমিটির দায়িত্বে থাকা সঞ্জয় দাস ও অংশুমান রায়ের কাছে।
আরও পড়ুনঃ পাচ্ছেন না বেতন, পুজোর আগে চরম সমস্যায় পৌরসভার শ্রমিক কর্মচারীরা
এরপরই এই মহৎ উদ্যোগকে বাস্তবে রূপ দিতে খেলার মাঠেই আয়োজন করা হয় জন্মদিন পালনের। তাদের উদ্যোগেই ক্রীড়া ক্ষেত্রে আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া অথচ সম্ভাবনাময় খেলোয়ারদের খুঁজে বার করে, তাদের প্রয়োজনীয় ক্রীড়া সরঞ্জাম তুলে দেওয়ার ব্যবস্থা করেন। মাঠেই পরিবারের পাশাপাশি সতীর্থ এবং প্রশিক্ষকদের নিয়ে করা হল সেলিব্রেশন। খেলা পাগল সম্রাটের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এলাকার ক্রীড়া প্রেমী মহল।
Rudra Narayan Roy