১৩৫ বছর আগে পথ চলা শুরু করেছিল বিএনসিসিআই। এই সংস্থার শতবর্ষ উপলক্ষ্যে শিল্প কর্তারা বার্ষিক ইভেন্ট হিসাবে মেলা চালু করেন। সেই অনুযায়ী এই মেলার বয়স ৩৫। আগে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড, মিলন মেলা, পার্ক সার্কাসে মেলা হলেও গত তিন বছর নিউ টাউনে বিএনসিসিআই এর নিজস্ব মেলা গ্রাউন্ডে এই মেলা অনুষ্ঠিত হচ্ছে। মন্ত্রী সুজিত বসু বলেন, বিএনসিসিআই নিউ টাউনে জমি পাওয়ায় আমি খুশি। এদের সীমানা পাঁচিল দেওয়ার সময় কিছু সমস্যা হয়েছিল, আমি নিজে দাঁড়িয়ে থেকে সাহায্য করি।কারণ, রাজ্য সরকার সবসময় চায় শিল্প বান্ধব পরিবেশ তৈরি করে শিল্প মহলের পাশে দাঁড়াতে।
advertisement
আরও পড়ুন: অনলাইনে সামান্য কাজ, ঘরে বসেই করা যায়, দুহাত ভরে আসবে টাকা, দেখে নিন কীভাবে!
আরও পড়ুন: ট্রেনের টিকিট ওয়েটলিস্টে ঝুলছে? ওই টিকিটেই প্লেনে ঘুরে আসুন, কীভাবে দেখে নিন!
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়া, বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী, হিডকোর এমডি দেবাশিস সেন এবং বিএনসিসিআই এর সভাপতি দেবাশিস দত্ত। মেলায় ছোট বড় মোট ১২০টি স্টল দেওয়া হয়েছে। এর মধ্যে মুখরোচক খাবারের সম্ভার নিয়ে বেশ কয়েকটি ফুড স্টলও আছে।পয়লা জানুয়ারী পর্যন্ত প্রতিদিন দুপুর থেকে রাত পর্যন্ত এই মেলা চলবে বলেই জানা গিয়েছে। মেলা উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছেন উদ্যোক্তারা।
রুদ্র নারায়ন রায়