উত্তর ২৪ পরগনা: কিছুক্ষণের ঝড়ে বিপর্যস্ত ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া গোপালনগরের বৈরামপুর গ্রাম, ক্ষতিগ্রস্ত বহু ঘরবাড়ি ও চাষের জমি। রাতে কিছুক্ষণের প্রবল ঝড়-বৃষ্টিতে উত্তর ২৪ পরগনার গোপালনগর বৈরামপুর গ্রাম পঞ্চায়েতের সনেকপুর এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মাত্র ৩০ থেকে ৩৫ মিনিটের ঝড়ে ভেঙে পড়ে বহু বাড়ি, উপরে গিয়েছে গাছপালা, ব্যাপক ক্ষতি হয়েছে চাষের জমিতে বলেই জানাচ্ছেন ক্ষতিগ্রস্ত স্থানীয় মানুষজন। ঝড়ের পর থেকেই বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে রয়েছে গোটা গ্রাম।
advertisement
প্রশাসনের পক্ষ থেকে গাছ কাটা ও পরিষ্কারের কাজ শুরু করা হয়েছে ইতিমধ্যেই। দ্রুত যাতে পরিস্থিতি স্বাভাবিক করা যায় তার চেষ্টা চালানো হচ্ছে। গোপালনগর স্টেশন সংলগ্ন এলাকার বাসিন্দা উজ্জ্বল অধিকারীর ঘরের উপর একটি বিশাল বটগাছ ভেঙে পড়ে।
বিশ্বজিৎ বাগচি নামে আর এক গ্রামবাসী বলেন, সব গাছ ভেঙে পড়েছে, বিদ্যুৎ নেই, পানীয় জলেরও সমস্যা দেখা দিয়েছে এলাকায়। বৈরামপুর গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে জানানো হয়েছে, এখনও পর্যন্ত প্রায় ৩০টি বাড়ি ক্ষতিগ্রস্ত। প্রচুর গাছ ভেঙে পড়েছে এলাকার। তিল, পটল, কলার মতো ফসলের বড় ক্ষতি হয়েছে। যাতে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো যায় সে বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসন ভাবনা চিন্তা করছে।