বারাসত সংশোধিয় জেলার অধিকাংশ বেসরকারি বাস তুলে নেওয়া হয়েছে জেলার নেতাকর্মীদের শহীদ দিবসের অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার জন্য। জানা যাচ্ছে, শাসক দলের তরফে তিনশোর বেশি বাসের ব্যবস্থা করা হয়েছে। জেলার নানা প্রান্ত থেকে এই বাসে চড়েই দলীয় নেতা কর্মীরা পৌঁছবেন ধর্মতলার শহীদ দিবসের অনুষ্ঠানে। পাশাপাশি, সরকারি বাস পর্যাপ্ত থাকায় যাত্রীদের কোনও অসুবিধায় পরতে হবে না বলেও দাবি করেন তৃণমূল নেতৃত্ব।
advertisement
যদিও, বিষয়টি নিয়ে বারাসত বিজেপি সাংগঠনিক জেলার সভাপতি তাপস মিত্র অবশ্য ক্ষোভ উগড়ে দিয়েছেন।তাই এদিন প্রয়োজনে বাড়ির বাইরে বেরলে রাস্তায় নাকাল হওয়ার বিষয়টি মেনে নিয়েই বেরোতে হবে নিত্যযাত্রীদের। বের হন হাতে নিয়ে অতিরিক্ত সময়। সকাল থেকেই জেলা নানা প্রান্ত থেকে শাসক দলের নেতা কর্মীরা উৎসাহ নিয়ে রওনা দিচ্ছেন শহিদ দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য।
রুদ্র নারায়ণ রায়