TRENDING:

Manish Sisodia: সিসোদিয়ার দফতরে সিবিআই? দিল্লির উপমুখ্যমন্ত্রীর ট্যুইট ঘিরে নয়া বিতর্ক

Last Updated:

Manish Sisodia: অন্যদিকে, সিবিআই সূত্রের খবর, তাদের একটি দল দিল্লি উপমুখ্যমন্ত্রীর অফিসে গিয়েছিল ঠিকই কিন্তু তল্লাশি চালাতে নয়। বরং আবগারি মামলার সঙ্গে সম্পর্কিত কিছু নথি আনতে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#রাজীব চক্রবর্তী, নয়াদিল্লি: অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের সংঘাত যেন মিটছেই না! কেজরিওয়াল সরকার ক্ষমতায় আসার পর থেকেই চলছে দ্বন্দ্ব। এমনকী, মুখ্যমন্ত্রীর দফতরে সিবিআই হানার ঘটনার সাক্ষী থেকেছে গোটা দেশ। সংঘাতের শেষতম সংযোজন দিল্লিতে মদ দোকানের লাইসেন্স দেওয়ায় দুর্নীতির অভিযোগ। যা নিয়ে আবারও কেজরিওয়াল সরকারকে চেপে ধরেছে সিবিআই এবং ইডির মতো কেন্দ্রীয় সংস্থাগুলি।
সিসোদিয়ার দফতরে সিবিআই
সিসোদিয়ার দফতরে সিবিআই
advertisement

এই টানাপড়েনের মধ্যে শনিবার দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার একটি দাবি ঘিরে নতুন করে জল ঘোলা শুরু হয়েছে। আপ নেতা তথা দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া একটি ট্যুইট করে দাবি করেন, তাঁর অফিসে আবার তল্লাশি চালাচ্ছে সিবিআই। সিবিআই যদিও এমন কোনও তল্লাশি অভিযানের কথা অস্বীকার করেছে। ফলে তল্লাশি আদৌ হয়েছে কি না, তা নিয়েই ধন্দ তৈরি হয়েছে।

advertisement

আরও পড়ুন: হাওড়া ব্রিজের উপরই ব্যক্তিকে ঘিরে ধরলেন গোয়েন্দারা, যা মিলল, চক্ষু চড়কগাছ সকলের

রাজধানী দিল্লিতে মদের দোকানের লাইসেন্স দেওয়ার বিনিময়ে রাজনৈতিক নেতাদের মোটা টাকা ঘুষ দেওয়ার অভিযোগেরই তদন্ত করছে সিবিআই। কিন্তু, এখনও পর্যন্ত সিসোদিয়ার বিরুদ্ধে তেমন কোনও প্রমাণ হাজির করে উঠতে পারেনি তদন্তকারী সংস্থা। যদিও আম আদমি পার্টির দাবি, রাজনৈতিকভাবে আম আদমি পার্টিকে রুখতে না পেরে প্রধান বিরোধী দল বিজেপি রাজনৈতিক হিংসা চরিতার্থ করতে কেন্দ্রীয় এজেন্সিকে অন্যায়ভাবে কাজে লাগিয়ে আব সরকার এবং তাদের মন্ত্রীদের হেনস্থা করতে উঠে পড়ে লেগেছে।

advertisement

শনিবার বিকেলে সিসোদিয়া হিন্দিতে করা টুইটে লেখেন, ‘‘আজ আবার সিবিআই আমার দফতরে পৌঁছেছে। তাঁদের স্বাগত জানাই। সিবিআই আমার বাড়িতে তল্লাশি চালিয়েছে, অফিসে অভিযান চালিয়েছে, লকার খুঁজে দেখেছে এমনকি আমার গ্রামে গিয়েও তল্লাশি অভিযান চালিয়েছে। আমার বিরুদ্ধে না কিছু পাওয়া গিয়েছে, না আগামী দিনে পাওয়া যাবে। কারণ, আমি কিছুই ভুল করিনি। সততার সঙ্গে দিল্লির বাচ্চাদের শিক্ষার জন্য কাজ করে গিয়েছি।’’

advertisement

আরও পড়ুন: ১৭ ঘণ্টা পর শিয়ালদহে পৌঁছল রাজধানী এক্সপ্রেস! কী হয়েছিল ঠিক? কারণ শুনলে শিউরে উঠবেন

অন্যদিকে, সিবিআই সূত্রের খবর, তাদের একটি দল দিল্লি উপমুখ্যমন্ত্রীর অফিসে গিয়েছিল ঠিকই কিন্তু তল্লাশি চালাতে নয়। বরং আবগারি মামলার সঙ্গে সম্পর্কিত কিছু নথি আনতে। একে অভিযান বলা যায় না। আবগারি নীতি মামলায় দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনার সবুজ সংকেতের পরই সিসোদিয়ার বাড়ি ও অফিসে একাধিকবার তল্লাশি চালায় সিবিআই।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

রাজীব চক্রবর্তী

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Manish Sisodia: সিসোদিয়ার দফতরে সিবিআই? দিল্লির উপমুখ্যমন্ত্রীর ট্যুইট ঘিরে নয়া বিতর্ক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল