TRENDING:

Viral Video: প্যারাসেলিং করতে গিয়ে দুর্ঘটনা, বোটের দড়ি ছিঁড়ে ১০০ মিটার উঁচু থেকে জলে পড়লেন দুই মহিলা!

Last Updated:

Alibaug Parasailing Accident Video: সংবাদসংস্থার খবর অনুযায়ী প্রায় ১০০ মিটার উচ্চতা থেকে নিচে জলে পড়েন ওই দুই মহিলা ৷ লাইফ জ্যাকেট পরেছিলেন বলে এ যাত্রায় কোনওমতে বেঁচে যান তাঁরা ৷ নাহলে মৃত্যু নিশ্চিত ছিল ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: বেড়াতে গিয়ে ‘খতরো কি খিলাড়ি’ খেলার শখ অনেকদেরই থাকে ৷ অনেক পর্যটকই পছন্দ করেন বিভিন্ন ওয়াটার স্পোর্টস থেকে শুরু আরও সাংঘাতিক সব অ্যাডভেঞ্চার স্পোর্টস এবং রাইডে অংশ নিতে ৷ কিন্তু এই সব করতে গিয়ে মাঝেমধ্যেই নিজেদের বিপদ তারা নিজেরাই ডেকে আনেন (Viral Video) ৷ দেশে হোক কিংবা বিদেশে, সমুদ্রে প্যারাসেলিং করতে অনেককেই দেখা যায় ৷ কিন্তু হঠাৎ দুর্ঘটনা ঘটলে কী ঘটতে পারে, তার আরও একবার উদাহরণ পাওয়া গেল সম্প্রতি মহারাষ্ট্রের আলিবাগে (Alibaug Parasailing Accident Video) ৷
Photo Source: Youtube
Photo Source: Youtube
advertisement

আরও পড়ুন-স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা ছেড়ে গ্রসারি ডেলিভারির স্টার্ট আপ শুরু; দুই তরুণের সাফল্য প্রেরণা দিচ্ছে দেশকে

মুম্বইয়ের দু’জন মহিলা পর্যটক আলিবাগে প্যারাসেলিং করছিলেন ৷ সেইসময় আচমকাই বোটের দড়ি ছিঁড়ে যায় তাদের ৷ এই সাংঘাতিক দুর্ঘটনার ভিডিও ভাইরাল হতে বিশেষ সময় লাগেনি ৷ ভিডিও দেখেই চমকে উঠতে হয় ৷ সেখানে দেখা গিয়েছে, মুম্বইয়ের সাকি নাকার বাসিন্দা দুই মহিলা পর্যটক হাসিমুখেই প্যারাসেলিং করা শুরু করেছিলেন ৷ কিন্তু তাদের বোট কিছুদূরে যেতে না যেতেই দড়ি ছিঁড়ে যায় ৷ সোজা গিয়ে দু’জনেই জলের মধ্যে পড়েন ৷

advertisement

সংবাদসংস্থার খবর অনুযায়ী প্রায় ১০০ মিটার উচ্চতা থেকে নিচে জলে পড়েন ওই দুই মহিলা ৷ লাইফ জ্যাকেট পরেছিলেন বলে এ যাত্রায় কোনওমতে বেঁচে যান তাঁরা ৷ নাহলে মৃত্যু নিশ্চিত ছিল ৷ কোনওমতে জলে ভাসতে থাকেন তাঁরা ৷ শেষপর্যন্ত বোটের চালক গিয়ে উদ্ধার করেন তাদের ৷

advertisement

আরও পড়ুন-কী কাণ্ড ! বয়ফ্রেন্ড তাঁকে চুমু খান না... এই অভিযোগ জানাতে সোজা পুলিশকে ফোন তরুণীর

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

এই ভিডিও এখন তুমুলভাবে ভাইরাল ৷ প্রায় সাড়ে চার মিলিয়ন ভিউ ইতিমধ্যেই হয়ে গিয়েছে ভিডিওটির ৷ সবারই প্রশ্ন, একের পর এক এরকম দুর্ঘটনা ঘটছে দেখেও কেন হুঁশ ফেরে না মানুষের ৷ বেড়াতে গিয়ে অ্যাডভেঞ্চার স্পোর্টসে অংশ নেওয়ার কি খুব প্রয়োজন রয়েছে ?

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Viral Video: প্যারাসেলিং করতে গিয়ে দুর্ঘটনা, বোটের দড়ি ছিঁড়ে ১০০ মিটার উঁচু থেকে জলে পড়লেন দুই মহিলা!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল