Startup Success: স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা ছেড়ে গ্রসারি ডেলিভারির স্টার্ট আপ শুরু; দুই তরুণের সাফল্য প্রেরণা দিচ্ছে দেশকে

Last Updated:

Startup Success Story: বর্তমানে জেপ্টো গ্রসারি ডেলিভারি স্টার্ট আপের ভ্যালুয়েশন ৫৭০ মিলিয়নে পৌঁছে গিয়েছে।

Aadit Palicha and Kaivalya Vohra
Aadit Palicha and Kaivalya Vohra
#নয়াদিল্লি: বর্তমানে ভারত-সহ প্রায় পুরো দুনিয়া জুড়েই বিভিন্ন ধরনের স্টার্ট আপ ব্যবসা ক্রমাগত বেড়ে চলেছে (Startup Success)। ভারতের বেশ কয়েকজন এই স্টার্ট আপ ব্যবসায় সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছেন। কিছু মাস আগে মুম্বইয়ের দুই তরুণ এই স্টার্ট আপ ব্যবসার দুনিয়ায় আবার একটি নতুন দৃষ্টান্ত তৈরি করতে সফল হয়েছেন (Startup Success Story)।
১৯ বছর বয়সের আদিত পলিচা (Aadit Palicha) এবং কৈবল্য বোহরা (Kaivalya Vohra) স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে (Stanford University) কম্পিউটার সায়েন্স (Computer Science) প্রোগ্রাম নিয়ে পড়াশোনা করছিলেন। কিন্তু তাঁরা দু'জনেই মাঝ পথে সেটা ছেড়ে দিয়ে ভারতে চলে আসেন এবং জেপ্টো (Zepto) নামের গ্রসারি ডেলিভারি স্টার্ট আপ ব্যবসা শুরু করেন।
advertisement
advertisement
১৯ বছর বয়সের আদিত পলিচা এবং কৈবল্য বোহরা জেপ্টো নামের গ্রসারি ডেলিভারি স্টার্ট আপ ব্যবসা শুরু করার ৫ মাসের মধ্যে জেপ্টোর ভ্যালুয়েশন দ্বিগুণ হয়ে গিয়েছে। সম্প্রতি ওয়াই কম্বিনেটরের (Y Combinator) নেতৃত্বে জেপ্টো গ্রসারি ডেলিভারি স্টার্ট আপ পেয়েছে প্রায় ১০০ মিলিয়ন ডলার অর্থাৎ প্রায় ৭৫০ কোটি টাকার ফান্ডিং। বর্তমানে জেপ্টো গ্রসারি ডেলিভারি স্টার্ট আপের ভ্যালুয়েশন ৫৭০ মিলিয়নে পৌঁছে গিয়েছে।
advertisement
তেজ গতিতে বেড়েছে জেপ্টো গ্রসারি ডেলিভারি স্টার্ট আপের ভ্যালুয়েশন
জেপ্টো এক মাস আগে জানিয়েছিল যে, তারা ৬০ মিলিয়ন ডলারের ফান্ডিং জোগাড় করেছে। এর ফলে জেপ্টো গ্রসারি ডেলিভারি স্টার্ট আপের ভ্যালুয়েশন পৌঁছে গিয়েছিল ২২৫ মিলিয়ন ডলারে। জেপ্টো গ্রসারি ডেলিভারি স্টার্ট আপ একটি বয়ানে জানিয়েছে যে, তারা ওয়াই কম্বিনেটর ছাড়াও গ্লেড ব্রুক ক্যাপিটাল পার্টনারস, নেকসেস ভেঞ্চারস পার্টনারস, ব্রেয়ার ক্যাপিটাল এবং সিলিকন ভ্যালি নিবেশক ল্যাচি গ্রুমের মতো নতুন ব্যাঙ্কারের থেকেও ফান্ডিং জোগাড় করেছে।
advertisement
তেজ গতিতে এগিয়ে চলেছে জেপ্টো গ্রসারি ডেলিভারি স্টার্ট আপ
জেপ্টো প্রায় ১০ মিনিটে বিভিন্ন ধরনের গ্রসারি এবং দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় জিনিস গ্রাহকের ঘরে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এই বছরের শুরুতেই ১৯ বছর বয়সের দুই তরুণ মুম্বইতে এই জেপ্টো গ্রসারি ডেলিভারি স্টার্ট আপের ব্যবসা শুরু করেন। ইতিমধ্যেই জেপ্টো বেঙ্গালুরু, দিল্লি এবং অন্যান্য শহরে ছড়িয়ে পড়েছে।
advertisement
ভারতে অনলাইন গ্রসারি ডেলিভারির ব্যবসা তেজ গতিতে বেড়ে চলেছে। ভারতে প্রায় ১ লাখ কোটি ডলারের ওপরে এর বাজার। জেপ্টোর প্রতিযোগিতা সফটব্যাঙ্ক গ্রুপ কর্প (SoftBank Group Corp) সমর্থিত ব্লিংকিট (Blinkit), গুগল (Google) সমর্থিত ডানজো (Dunzo) এবং নেস্পারস লিমিটেড (Naspers Limited) সমর্থিত সুইগির (Swiggy) মতো স্টার্ট আপের সঙ্গে। বাজারে বিভিন্ন প্রতিযোগী থাকলেও, বিগত ১ বছরে জেপ্টো গ্রসারি ডেলিভারি স্টার্টআপের ব্যবসা এগিয়ে চলেছে বেশ তেজ গতিতে।
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Startup Success: স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা ছেড়ে গ্রসারি ডেলিভারির স্টার্ট আপ শুরু; দুই তরুণের সাফল্য প্রেরণা দিচ্ছে দেশকে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement