TRENDING:

Gurugram Viral Video: যানজটে ফেঁসে গিয়ে গাড়ির ছাদেই আয়েশ করে মদ্য়পান! ভাইরাল গুরুগ্রামের ভিডিও

Last Updated:

শনিবারই ভিডিওটি ট্য়ুইটারে শেয়ার করেছেন রবি হান্ডা নামে এক ব্য়ক্তি। মজা করে তিনি ভিডিওর সঙ্গে লেখেন, 'এমন কাণ্ড গুরুগ্রামেই হতে পারে!'

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#গুরুগ্রাম: লম্বা যানজটে আটকে গেলে সবারই বিরক্ত লাগে। কেউ গাড়ির ভিতরে বসেই অধৈর্য বোধ করেন, কেউ আবার বিরক্ত হয়ে ট্রাফিক পুলিশকে দোষারোপ করেন। বড়জোর খুব বিরক্ত হয়ে কেউ গাড়ি থেকে রাস্তায় নেমে রাস্তায় একটু পায়চারি করে নিতে পারেন।
গাড়ির ছাদে বসেই মদ্য়পান।
গাড়ির ছাদে বসেই মদ্য়পান।
advertisement

কিন্তু যানজটে আটকে গিয়ে গুরুগ্রামের এক ব্য়ক্তি যা করলেন, তা এক কথায় অভাবনীয়! গাড়ির ছাদে বসেই মদ্য়পান করতে শুরু করলেন তিনি। তাও একেবারে আয়েশ করে, শান্ত ভাবে।

আরও পড়ুন: অনুব্রতর চিন্তা কমছেই না, ফের পিছোল মামলার শুনানি!

শনিবারই ভিডিওটি ট্য়ুইটারে শেয়ার করেছেন রবি হান্ডা নামে এক ব্য়ক্তি। মজা করে তিনি ভিডিওর সঙ্গে লেখেন, 'এমন কাণ্ড গুরুগ্রামেই হতে পারে!'

advertisement

১৫ সেকেন্ডের ভিডিওতে দেখা যাচ্ছে, অজ্ঞাতপরিচয় ওই ব্য়ক্তি একটি ছোট সাদা গাড়ির ছাদে বসেই মদ্য়পান করছে। প্রবল যানজটের মধ্য়ে গাড়িটি ধীর গতিতে এগিয়ে চলেছে। যদিও চারপাশে কী ঘটছে, তাতে ওই ব্য়ক্তির খুব একটা হেলদোল রয়েছে বলে মনে হয়নি।

আরও পড়ুন: পান মশলার প্য়াকেটে ৩২ লক্ষের ডলার! উড়ে যাওয়ার ঠিক আগে কলকাতা বিমানবন্দরে ধৃত যাত্রী

advertisement

ভিডিও-তে আরও দেখা যাচ্ছে, গাড়ির সামনের আসনে বসা অন্য় এক যাত্রী একটি গ্লাস গাড়ির ছাদে বসা ব্য়ক্তির হাতে পৌঁছে দিলেন। তার পরেই বোতল থেকে মদ ঢেলে খেতে শুরু করেন ওই ব্য়ক্তি।

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

ট্য়ুইটারে পোস্ট হওয়ার পর থেকেই ভিডিওটি বিভিন্ন সমাজমাধ্য়মে ভাইরাল হয়। ওই ভিডিও যাঁরাই দেখেছেন, তাঁরা ওই ব্য়ক্তির আচরণের তীব্র নিন্দা করেছেন। প্রকাশ্য়ে এ ভাবে মদ্য়পানকে সমর্থন করেননি কেউই। একজন নেট ব্য়বহারকারী লিখেছেন, 'পুলিশ ধরে পেটালে সমস্ত নেশা কেটে যাবে।' অন্য় আর একজন লিখেছেন, 'অভব্য়তা করার কোনও না কোনও উপায় মানুষ ঠিক খুঁজে বের করে।'

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Gurugram Viral Video: যানজটে ফেঁসে গিয়ে গাড়ির ছাদেই আয়েশ করে মদ্য়পান! ভাইরাল গুরুগ্রামের ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল