Dollars recovered at Kolkata airport: পান মশলার প্য়াকেটে ৩২ লক্ষের ডলার! উড়ে যাওয়ার ঠিক আগে কলকাতা বিমানবন্দরে ধৃত যাত্রী
- Published by:Debamoy Ghosh
Last Updated:
ওই যাত্রীর মালপত্র তল্লাশি করা হয়। তার ভিতরেই কয়েকশো পান মশলার প্য়াকেট দেখতে পান শুল্ক দফতরের আধিকারিকরা।
#অনুপ চক্রবর্তী, কলকাতা: বাইরে থেকে দেখলে মনে হবে পান মশলার প্য়াকেট। কিন্তু তারই ভিতরে কাগজের মধ্য়ে ভাঁজ করা মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ৩২ লক্ষ টাকারও বেশি। এ ভাবেই পান মশলার প্য়াকেটে বিপুল পরিমাণ ডলার বিদেশে নিয়ে যেতে গিয়ে কলকাতা বিমানবন্দরে শুল্ক দফতরের আধিকারিকদের হাতে ধরা পড়ে গেলেন এক ব্য়ক্তি।
সূত্রের খবর, বিপুল পরিমাণ ডলার লুকিয়ে বিদেশে নিয়ে যাওয়ার চেষ্টার খবর আগে থেকেই ছিল এয়ার এইন্টেলিজেন্স ইউনিটের অফিসারদের থেকে। সেই খবরের ভিত্তিতেই ওই যাত্রীকে ধরা হয়। তার ইমিগ্রেশন প্রক্রিয়াও সম্পূর্ণ হয়ে গিয়েছিল।
আরও পড়ুন: এ কী দৃশ্য দেখল কলকাতা হাইকোর্ট! আদালতের মধ্যেই হাতাহাতি আইনজীবীদের, ক্ষুব্ধ প্রধান বিচারপতি
advertisement
advertisement
এর পরেই ওই যাত্রীর মালপত্র তল্লাশি করা হয়। তার ভিতরেই কয়েকশো পান মশলার প্য়াকেট দেখতে পান শুল্ক দফতরের আধিকারিকরা। সন্দেহ হওয়ায় সেই প্য়াকেটগুলি ছিঁড়ে ফেলতেই ডলারের খোঁজ মেলে। দেখা যায়, সবমিলিয়ে প্রায় ৩২ লক্ষ ৭৮ হাজার টাকা পাচারের চেষ্টা করা হচ্ছিল।
শুল্ক দফতরের তল্লাশির একটি ভিডিও প্রকাশ্য়ে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, প্রতিটি পান মশলার প্য়াকেটের মধ্য়ে পরিপাটি করে ভাজ করে দুটো করে দশ ডলারের নোট রাখা রয়েছে। এরকমই শয়ে শয়ে পান মশলার প্য়াকেটে ডলার লুকিয়ে পাচারের চেষ্টা চলছে। ধৃতকে জেরা করে এর নেপথ্য় বড় কোনও চক্র আছে কি না, তা খতিয়ে দেখছেন শুল্ক দফতরের আধিকারিকরা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
January 09, 2023 3:45 PM IST