আরও পড়ুন-ভয়ঙ্কর দৃশ্য ! পর্যটকদের নৌকার উপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পাথরের চাঁই ! মৃত্যু ৭ জনের
ভিডিওয়ে দেখা যাচ্ছে প্রচণ্ড তুষারঝড় চলছে ৷ বরফ উড়ে আসছে সব দিক থেকেই ৷ একেবারে ‘এক্সট্রিম কন্ডিশন’ যাকে বলে ৷ আর ওই অবস্থাতেই বন্দুক হাতে দাঁড়িয়ে এক ভারতীয় সেনা জওয়ান ৷ তাঁর পা অর্ধেকের বেশি ঢুকে গিয়েছে বরফের মধ্যে ৷ তবু তাঁকে হেলানো যাচ্ছে না ৷ অনেক কঠিন পরিস্থিতিতেও বন্দুক হাতে ঠায়ে দাঁড়িয়ে তিনি ৷ নিজের ডিউটি ভালোমতোই পালন করছেন ৷
advertisement
আরও পড়ুন-শিখ ট্যাক্সি ড্রাইভারকে নিউইয়র্কের রাস্তায় নির্মমভাবে প্রহার ! ঘটনার তীব্র নিন্দা
প্রতিরক্ষা মন্ত্রকের উধমপুর জনসংযোগ আধিকারিক তাঁর অফিশিয়াল ট্যুইটার হ্যান্ডল থেকে ভিডিওটি ট্যুইট করেছেন। লিখেছেন, ‘আমরা আমাদের লক্ষ্যে সহজে পৌঁছতে পারি না কিন্তু দৃঢ় ইচ্ছাশক্তি এবং ত্যাগের মাধ্যমে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারি। সবার একটাই জীবন আছে কিন্তু দেশে পরাধীনতা এলে পাশে কে দাঁড়ায়?”