TRENDING:

Army Jawan Viral Video: ভয়ঙ্কর তুষারঝড়ের মধ্যে দাঁড়িয়েই সীমান্ত রক্ষা ! ভারতীয় সেনার ভিডিও ভাইরাল

Last Updated:

Army Jawan stands firm in snow storm in Kashmir: ইচ্ছে করলেই হয়তো আমরা রেস্তোরাঁয় গিয়ে, বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে কিংবা বাড়িতে বসেই বিশ্রাম নিতে পারি ৷ কিন্তু সেনা জওয়ানদের কাছে সেই সব বিকল্প নেই ৷ ঝড়, জল, বৃষ্টি- সবরকম আবহাওয়া এবং সব কঠিন পরিস্থিতিতেই দেশের সীমান্ত প্রহরায় ব্যস্ত তাঁরা ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: সামান্য ঠান্ডা পড়লেই আমরা কেমন করতে থাকি ৷ একবার ভাবুন তো, যারা এই প্রবল শীতে প্রচণ্ড তুষারপাতের মধ্যেই সীমান্তে দিন-রাত পাহারা দিচ্ছেন, তাঁদের জীবনটা কেমন ৷ প্রতিদিন কোনও একই কাজ করতে কারোরই ভালো লাগে না (Army Jawan stands firm in snow storm in Kashmir) ৷ ইচ্ছে করলেই হয়তো আমরা রেস্তোরাঁয় গিয়ে, বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে কিংবা বাড়িতে বসেই বিশ্রাম নিতে পারি ৷ কিন্তু সেনা জওয়ানদের কাছে সেই সব বিকল্প নেই ৷ ঝড়, জল, বৃষ্টি- সবরকম আবহাওয়া এবং সব কঠিন পরিস্থিতিতেই দেশের সীমান্ত প্রহরায় ব্যস্ত তাঁরা ৷ সম্প্রতি এমনই একটি ভিডিও ভাইরাল (Viral Video) হয়েছে, যা দেখলে ওই জওয়ানকে স্যালুট করা ছাড়া আর কোনও কিছুই করতে ইচ্ছে করবে না আপনার ৷
Photo: Twitter
Photo: Twitter
advertisement

আরও পড়ুন-ভয়ঙ্কর দৃশ্য ! পর্যটকদের নৌকার উপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পাথরের চাঁই ! মৃত্যু ৭ জনের

ভিডিওয়ে দেখা যাচ্ছে প্রচণ্ড তুষারঝড় চলছে ৷ বরফ উড়ে আসছে সব দিক থেকেই ৷ একেবারে ‘এক্সট্রিম কন্ডিশন’ যাকে বলে ৷ আর ওই অবস্থাতেই বন্দুক হাতে দাঁড়িয়ে এক ভারতীয় সেনা জওয়ান ৷ তাঁর পা অর্ধেকের বেশি ঢুকে গিয়েছে বরফের মধ্যে ৷ তবু তাঁকে হেলানো যাচ্ছে না ৷ অনেক কঠিন পরিস্থিতিতেও বন্দুক হাতে ঠায়ে দাঁড়িয়ে তিনি ৷ নিজের ডিউটি ভালোমতোই পালন করছেন ৷

advertisement

advertisement

আরও পড়ুন-শিখ ট্যাক্সি ড্রাইভারকে নিউইয়র্কের রাস্তায় নির্মমভাবে প্রহার ! ঘটনার তীব্র নিন্দা

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজো বাজারে এবার নতুন চাপ! ফুল কিনতে গিয়ে নাকানিচোবানি না খেতে হয়
আরও দেখুন

প্রতিরক্ষা মন্ত্রকের উধমপুর জনসংযোগ আধিকারিক তাঁর অফিশিয়াল ট্যুইটার হ্যান্ডল থেকে ভিডিওটি ট্যুইট করেছেন। লিখেছেন, ‘আমরা আমাদের লক্ষ্যে সহজে পৌঁছতে পারি না কিন্তু দৃঢ় ইচ্ছাশক্তি এবং ত্যাগের মাধ্যমে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারি। সবার একটাই জীবন আছে কিন্তু দেশে পরাধীনতা এলে পাশে কে দাঁড়ায়?”

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Army Jawan Viral Video: ভয়ঙ্কর তুষারঝড়ের মধ্যে দাঁড়িয়েই সীমান্ত রক্ষা ! ভারতীয় সেনার ভিডিও ভাইরাল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল