মির্জাপুর জেলার বিন্ধ্যাচল থানা এলাকার মহদৌরা গ্রামে দেখা গেছে এক অভিনব বিয়ের অনুষ্ঠান। প্রথম দিন দেখা হয়। সেখান থেকে শুরু প্রেম। পরের দিনই বিয়ে। প্রয়াগরাজ জেলার মান্দার বাসিন্দা অনিতা মৌর্যও সম্প্রতি একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন মির্জাপুরে। সেখানে এসে কমলেশ নামে স্থানীয় এক যুবকের সঙ্গে আলাপ হয় তাঁর। মাত্র কয়েকঘণ্টা সময়ে সেই পরিচয় প্রেমের সম্পর্কের রূপ নিয়ে নেয়।
advertisement
বিষয়টি এখানেই থেমে থাকেনি। ওই যুবক-যুবতী দ্রুত একে অপরকে বিয়ে করে নিতে চান। যুবতীর বাবা এবং মা কিছুতেই বিয়েতে রাজি ছিলেন না। তাঁরা অনেকবার যুবতীকে বোঝানোর চেষ্টা করেন। কিন্তু কিছুতেই যুবতী রাজি হননি। শেষে ওই দিনই নিজের বাড়ি ফিরে যান যুবতীর বাবা এবং মা। কিন্তু যুবতী ওই আত্মীয়ের বাড়িতে থেকে যান।
আরও পড়ুন, 'আপনজন' হারা বর্তমান SSC! কোথায় তাঁরা, খোজ দিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু
আরও পড়ুন,'ভুয়ো' কাস্ট সার্টিফিকেট দেখিয়েও SSC-তে চাকরি! রাজ্যকে তীব্র ভর্ৎসনা আদালতের
১৫ মার্চ গ্রামে একটি মন্দিরে কমলেশকে বিয়ে করেন অনিতা। যুবতীর মামা কন্যাদান করেন। গ্রামবাসীরাও বিয়ের রীতিতে যোগ দেন। গ্রামের বাসিন্দারা জানান, প্রেম করে বিয়ে করার মতো ঘটনা ঘটলেও, প্রেমের একদিনের মধ্যে বিয়ে এমন ঘটনা আগে কখনও শোনেননি তাঁরা।
