বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভারতীয় নাগরিকদের ইরানে গুরুত্বপূর্ণ কারণ ছাড়া তেহরানে না যাওয়াই শ্রেয়৷ এতে আরও বলা হয়েছে, “বর্তমানে ইরানে অবস্থানরত ভারতীয় নাগরিক ও পিআইও-দের (ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি) সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে, বিক্ষোভ বা সমাবেশের এলাকা এড়িয়ে চলতে হবে এবং সংবাদমাধ্যমের পাশাপাশি তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাসের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমের হ্যান্ডেলগুলির উপর নিয়মিত নজর রাখতে হবে।”
advertisement
এছাড়া, যেসব ভারতীয় নাগরিক আবাসিক ভিসায় ইরানে বসবাস করছেন, তাঁদের এখনও রেজিস্টার না করে থাকলে ভারতীয় দূতাবাসে নিজেদের নাম নথিভুক্ত করার পরামর্শ দেওয়া হয়েছে।
আমেরিকার মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস ইন ইরান (HRAI)-এর তথ্য অনুযায়ী, ইরানে এক সপ্তাহ ধরে চলা অস্থিরতার মধ্যে ৯৯০ জনকে গ্রেফতার করা হয়েছে এবং অন্তত ২০ জন নিহত হয়েছেন। সংস্থাটি জানিয়েছে, দেশজুড়ে ছড়িয়ে পড়া বিক্ষোভে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ হয়েছে। আমেরিকার সংস্থাটির দাবি, ইরানে ক্রমাবনতিশীল অর্থনৈতিক সংকট ও জাতীয় মুদ্রার তীব্র পতনের জেরেই নাকি বিক্ষোভে নেমেছেন প্রচুর মানুষ৷
