TRENDING:

Vantara Success Story: গভীর ক্ষত সারিয়ে মোতিপ্রসাদের বেঁচে ওঠার গল্প তৈরি হল ‘বনতারা’য়

Last Updated:

Vantara Success Story: গুজরাতের রিলায়েন্স জামনগর রিফাইনারি কমপ্লেক্সে গ্রিন বেল্টে তৈরি বনতারা পৃথিবীজোড়া সংরক্ষণের বিষয়টিকে আলাদা করে গুরুত্ব দিতে চায়৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জামনগর, গুজরাত: মোতিপ্রসাদের জন্য বনতারা এক নতুন জীবনের ইঙ্গিত৷ এটি ভারতের প্রথম এমন কোনও উদ্যোগ৷ উদ্যোগতা ও পরিকল্পনা করেছেন ভবিষ্যৎদৃষ্টা ও আবেগপ্রবণ নেতা অনন্ত আম্বানি৷ এই প্রাণীটি রেসকিউ সেন্টারে যখন এসেছিল, তখন তাঁর দেহে অনেকগুলি ক্ষত ছিল৷ ক্ষত ছিল ত্বকে, পায়ে ছিল একাধিক ক্ষত, ছিল কানে ও সুঁড়ে৷ পায়ের হাঁটুতে এমন ক্ষত তৈরি হয়েছিল যে স্বাভাবিক ভাবে হাঁটার ক্ষমতা সে হারিয়েছিল৷ পিছনের পায়েও ছিল গভীর এক ক্ষত৷ সেই ক্ষত পৌঁছে গিয়েছিল একেবারে হাড় পর্যন্ত৷
advertisement

গুজরাতের রিলায়েন্স জামনগর রিফাইনারি কমপ্লেক্সে গ্রিন বেল্টে তৈরি বনতারা পৃথিবীজোড়া সংরক্ষণের বিষয়টিকে আলাদা করে গুরুত্ব দিতে চায়৷ বিভিন্ন ধারায় বিশেষজ্ঞদের সঙ্গে নিয়ে পশু চিকিৎসার ও সুরক্ষার একটি ক্ষেত্র গড়ে উঠেছে বনতারায়৷ সেখানে তৈরি হয়েছে একেবারে জঙ্গলের মতো একটি পরিবেশ, যেটি আহত পশুদের প্রাকৃতিক, সামাঞ্জস্যপূর্ণ ও জঙ্গলের সভ্যতার একটি স্বাধীনতা প্রদান করেছে৷

advertisement

প্রাথমিক বাধা টপকে, বনাতারার কর্মীরা অনেক নতুন-নতুন ধরণ আবিস্কার করেছে যাতে একটি হাতিকে দূর থেকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়৷ একটি গাড়ি পরিষ্কার করার স্প্রে-এর মতো যন্ত্র হাতির স্নানের জন্য ব্যবহার করা হয়, এ ছাড়া একটি লম্বা বাঁশের টুকরো দিয়ে আহত হাতির গায়ে মলম দেওয়া হয়৷ ব্যথা কমানোর জন্য খাওয়ার যে ওষুধ হাতিকে দেওয়া হয়, সেটিও একেবারে প্রাকৃতিক উপাদান, যেমন ফল, গুড়, রাগি লাড্ডু থেকে দেওয়া হয়৷ আরে মোতিপ্রসাদের ক্ষেত্রে তাঁর মাহুতের কাছে ফিরিয়ে দেওয়ার ফলেও উপকার হয়েছে অনেক৷

advertisement

এর ক্ষেত্রে প্রাথমিক চিকিৎসার পর দেখা যায়, হাতিটির দ্রুত, সামগ্রিক ভাবে চিকিৎসার দরকার৷ দিনে দু’বার করে হাতির ড্রেসিং করার ব্যবস্থা করা হয়৷ এ ছাড়া দেওয়া হয় অ্যান্টিবায়োটিক, পেনকিলার ও অন্য অনেকগুলি ওষুধ৷ নিয়মিত বিভিন্ন স্নায়ুর ওষুধও তাকে দেওয়া হয়৷ পাশাপাশি হাতির খাবারের দিকেও ছিল বিশেষ নজর৷ এ ছাড়াও পায়ের ক্ষত সারাতে বিশেষ রকম একটি রাবার ম্যাটও আনা হয়েছিল কানাডা থেকে৷

advertisement

আরও পড়ুন-          মহাশিবরাত্রিতে বিরল কাকতালীয় যোগ! সর্বার্থ সিদ্ধি যোগে প্রসন্ন করুন শিবকে, রাতারাতি ‘ধনী’ হওয়া কেউ আটকাতে পারবে না…!

চিকিৎসার ক্ষেত্রে প্রতি এক দিন অন্তর হাতিটিকে নার্ভ টনিক ইঞ্জেকশন দেওয়া হয়৷ তাতে দ্রুত ক্ষত সারতে থাকে৷ দু’মাস খুব অত্যাধুনিক চিকিৎসার ফলে ও নিয়মিত ক্ষতে ড্রেসিং করার ফলে ধীরে ধীরে রোগ সারতে থাকে৷ মোতিপ্রসাদের খাবার ইচ্ছা বাড়তে থাকে৷ তিন মাসের মধ্যে সে একেবারে সেরে ওঠে৷ স্বাভাবিক ভাবে হাঁটাচলা করতে থাকে৷ এখন সে প্রতিদিন আশ্রয়ের অন্য হাতিগুলিকে নিয়ে সকালে ও বিকেলে হাঁটতে বার হয়৷ গজরাজ নগরীতে তাঁদের যাতায়াত হয়৷

advertisement

আরও পড়ুন-         মাত্র ১৯-এ অকালে সব শেষ, লাস্ট পোস্টে কী লিখেছিলেন আমিরের অনস্ক্রিন কন্যা, ভাইরাল হতেই চোখে জল ভক্তদের

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

মারাত্মক এক ক্ষত থেকে ক্রমে স্বাভাবিক, সুস্থ জীবনের দিকে যাওয়ার পথে কী ভাবে বেঁচে ওঠা যায়, মোতিপ্রসাদ তার উদাহরণ৷ বনাতারার একাগ্র চিকিৎসা তাঁকে বাঁচিয়ে তুলেছে৷ প্রতিনিয়ত বিশেষ চিকিৎসা ও নতুন পথের আবিস্কারের মধ্যমে তার স্বাস্থ্যদ্ধার হয়েছে, যা জীবনের সকলের কাছেই বিশেষ অনুপ্রেরণার৷

বাংলা খবর/ খবর/দেশ/
Vantara Success Story: গভীর ক্ষত সারিয়ে মোতিপ্রসাদের বেঁচে ওঠার গল্প তৈরি হল ‘বনতারা’য়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল