TRENDING:

Fire Incident: হিমাচলের আরকিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, পর পর বিস্ফোরণ! জীবন্ত দগ্ধ ৭ বছরের শিশু! অনেকের ধ্বংসস্তূপে আটকে থাকার আশঙ্কা

Last Updated:

Fire Incident: হিমাচল প্রদেশের সোলাংভ্যালিতে ভয়াবহ অগ্নিকাণ্ড। আরকি পুরাতন বাস স্ট্যান্ডের কাছে আগুন লেগে ৮ বছরের শিশুর মৃত্যু। বেশ কয়েকটি সিলিন্ডার বিস্ফোরণের জেরে আরকির নিম্ন বাজারে আগুন লেগে যায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সোলাং ভ্যালিঃ হিমাচল প্রদেশের সোলাংভ্যালিতে ভয়াবহ অগ্নিকাণ্ড। সপ্তাহের প্রথমদিন সোমবার সাতসকালে আগুন লাগার ঘটনা সামনে আসে। আরকি পুরাতন বাস স্ট্যান্ডের কাছে আগুন লেগে ৮ বছরের শিশুর মৃত্যু হয়েছে। বেশ কয়েকটি সিলিন্ডার বিস্ফোরণের জেরে আরকির নিম্ন বাজারে আগুন লেগে যায়। এখনও পর্যন্ত সাত বছরের একটি শিশুর দগ্ধ হয়ে মারা যাওয়ার খবর ইতিমধ্যেই সামনে এসেছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, ৮-৯ জন এখনও নিখোঁজ, তাদের খোঁজে তল্লাশি চলছে। সাত বছরের শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে দমকল। নিহত শিশুটি একটি পরিযায়ী শ্রমিক পরিবারের বলে জানা গিয়েছে।
হিমাচলে অগ্নিকাণ্ড
হিমাচলে অগ্নিকাণ্ড
advertisement

আরকির কংগ্রেস বিধায়ক সঞ্জয় অবস্থি জানিয়েছেন, রাত আড়াইটে নাগাদ আগুন লাগে। এখন পর্যন্ত একজন শিশুর মৃত্যু হয়েছে। ১৫টি বাড়ি পুড়ে ছাই। পুলিশ সুপার গৌরব সিং জানিয়েছেন, আগুন লাগার পর ইউকো ব্যাংকের একটি শাখা থেকে ছেলের দগ্ধ দেহ উদ্ধার হয়। সূত্রের খবর, বাজারের একটি বাড়িতে একটি নেপালি পরিবার থাকত। এদিন সম্ভবত তারাই রাতে ঘরে আগুন জ্বালিয়ে ঘুমিয়েছিল এবং এখান থেকেই আগুনের সূত্রপাত। তবে তদন্তের পরেই সঠিক কারণ জানা যাবে।

advertisement

আরও পড়ুনঃ ফলের রস বা ফ্রুট জ্যুস নাকি গোটা ফল? কোনটি বেশি স্বাস্থ্যকর? জানিয়ে দিলেন বিশেষজ্ঞ

আগুন যাতে ছড়িয়ে না পড়ে তার জন্য চেষ্টা চলছে। উদ্ধারকাজের জন্য জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী (এনডিআরএফ) এবং রাজ্য দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনীকেও (এসডিআরএফ) ডাকা হয়েছে। তবে আগুন লাগার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত ছিল।

advertisement

হিমাচলে অগ্নিকাণ্ড

সেরা ভিডিও

আরও দেখুন
নিজের বেতন জমিয়ে ঘুরছেন দেশে দেশে, 'এই' শিক্ষক একাই বদলে দিচ্ছেন পরিবেশের ভবিষ্যৎ
আরও দেখুন

জানা গিয়েছে, গতকাল রবিবার রাতে আরকির নিম্ন প্রধান বাজারে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যেই আগুন আরও ভয়াবহ আকার ধারণ করে, একের পর এক বেশ কয়েকটি দোকান পুড়ে যায়। আগুন লাগার সময় বেশ কয়েকটি সিলিন্ডারও বিস্ফোরণের সব্দ মিলেছে, যার ফলে বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে প্রশাসন এবং দমকল বিভাগকে খবর দেন। ঘটনাস্থলে দমকল বাহিনীর বেশ কয়েকটি গাড়ি পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করে, কিন্তু ক্রমাগত বিস্ফোরণের ফলে দমকলকর্মীদের জন্য যথেষ্ট অসুবিধার সৃষ্টি হয়। এই বিশাল অগ্নিকাণ্ডে কোটি কোটি টাকার সম্পত্তির ক্ষতি হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Fire Incident: হিমাচলের আরকিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, পর পর বিস্ফোরণ! জীবন্ত দগ্ধ ৭ বছরের শিশু! অনেকের ধ্বংসস্তূপে আটকে থাকার আশঙ্কা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল