TRENDING:

India Pakistan Border: পাকিস্তানের দিক থেকে উড়ে এল একাধিক সন্দেহজনক ড্রোন! জম্মু কাশ্মীর সীমান্তে জোর তৎপরতা

Last Updated:

রবিবার সন্ধে ৬.২৫ মিনিট নাগাদ পুঞ্চ জেলায় মানকোট সেক্টরে টোপার দিকে একটি ড্রোনকে উড়ে আসতে দেখা যায়৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ফের একবার জম্মু কাশ্মীরে পাকিস্তান সীমান্তবর্তী এলাকায় ভারতের দিকে উড়ে এল একাধিক ড্রোন৷ যদিও সেনাবাহিনী তৎপর হয়ে দ্রুত ড্রোনগুলিকে নিশানা করায় সেগুলি ফের পাকিস্তানের দিকেই ফিরে গিয়েছে বলে খবর৷
সীমান্তে তৎপর সেনা৷ ফাইল ছবি- পিটিআই৷
সীমান্তে তৎপর সেনা৷ ফাইল ছবি- পিটিআই৷
advertisement

শুধু ভারতীয় এলাকায় সন্দেহভাজন ড্রোন নয়, এ দিন জম্মু কাশ্মীরে একটি সন্দেহজনক স্যাটেলাইট ফোনের সিগন্যালকেও চিহ্নিত করে ভারতীয় সেনাবাহিনী৷ জম্মুতে ভারত-পাক আন্তর্জাতিক সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সঙ্কেত দিতেই স্যাটেলাইট ফোন ব্যবহার করা হচ্ছিল বলে সেনাবাহিনীর অনুমান৷ রবিবার এই দুই ঘটনার পরই নিরাপত্তা বাহিনী জম্মু কাশ্মীরে যৌথ অভিযান শুরু করে৷

সেনা সূত্রে খবর, রবিবার নিয়ন্ত্রণরেখার কাছে একাধিক জায়গায় পাকিস্তানের দিক থেকে সন্দেহজনক বেশ কয়েকটি ড্রোন উড়ে আসতে দেখা যায়৷ সন্দেহজনক ওই ড্রোনগুলি নজরে আসতেই তৎপর হয় সেনাবাহিনী৷ নৌশেরা সেক্টরে একটি ড্রোনকে গুলি করে নামানোর চেষ্টা করে সেনাবাহিনীকে৷ বাকি ড্রোনগুলিকে ধ্বংস করতেও পদক্ষেপ করা হয়৷ এর পরই ড্রোনগুলি সীমান্তের ওপারে ফিরে যায় বলে খবর৷

advertisement

রবিবার সন্ধে ৬.২৫ মিনিট নাগাদ পুঞ্চ জেলায় মানকোট সেক্টরে টোপার দিকে একটি ড্রোনকে উড়ে আসতে দেখা যায়৷ এর ঠিক মিনিট দশেক পরে রাজৌরি সেক্টরে খাব্বার গ্রামের উপরে দ্বিতীয় একটি ড্রোনকে উড়তে দেখা যায়৷ ড্রোনগুলি থেকে আলো জ্বলছিল নিভছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা৷ সন্ধে ৭.১৫ মিনিট নাগাদ সাম্বার রামগড় সেক্টরে চক বরবল গ্রামের উপরে ড্রোনের মতো আরও একটি বস্তুকে উড়তে দেখা যায়৷ সেটি থেকেও একই ভাবে আলো জ্বলছিল নিভছিল৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হুইল চেয়ারে ভর করেই উচ্চমাধ্যমিকে নজিরবিহীন রেজাল্ট, বিশ বছরের সফল শিক্ষিকা স্বরূপা
আরও দেখুন

রবিবার বিকেল সাড়ে তিনটে নাগাদ প্রথমে জম্মু থেকে উত্তর-পশ্চিম দিকে ১৮ কিলোমিটার দূরে আন্তর্জাতিক সীমান্তের কাছে কানাচক থানা এলাকায় একটি স্যাটেলাইট ফোনে সন্দেহজনক সাঙ্কেতিক আদান প্রদান চিহ্নিত করে নিরাপত্তা বাহিনী৷ স্যাটেলাইট ফোন ব্যবহার করে সম্ভবত অনুপ্রবেশকারীদের সঙ্কেত দেওয়া হচ্ছিল৷ এর পরই সন্ধের দিকে সীমান্ত এলাকায় সন্দেহজনক ড্রোনের গতিবিধি শুরু হয়৷ দুটি ঘটনার মধ্যে কী সম্পর্ক রয়েছে, তা খতিয়ে দেখছে নিরাপত্তা বাহিনী৷ সেনাবাহিনী, বিএসএফ, এসওজি এবং জম্মু কাশ্মীর পুলিশ যৌথ ভাবে অভিযান শুরু করেছে৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
India Pakistan Border: পাকিস্তানের দিক থেকে উড়ে এল একাধিক সন্দেহজনক ড্রোন! জম্মু কাশ্মীর সীমান্তে জোর তৎপরতা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল