TRENDING:

Operation Mission Seva: আচমকা স্টেশনে লুটিয়ে পড়লেন যাত্রী...! পরমুহূর্তেই ছুটে এল RPF, 'মিশন সেবা'-র অধীনে অসুস্থ যাত্রীদের উদ্ধারে বিরাট উদ্যোগ নিল রেল!

Last Updated:
Operation Mission Seva: আরপিএফ 'মিশন সেবা'-এর অধীনে আহতদের উদ্ধার ও চিকিৎসা সহায়তা প্রদান করেছে। মানবিক উদ্যোগ 'মিশন সেবা'-র অধীনে, পূর্ব রেলের হাওড়া এবং শিয়ালদহ ডিভিশনের রেলের সুরক্ষা বাহিনীর (আরপিএফ) কর্মীরা  পুরুষ ও মহিলা-সহ পাঁচজন আহত ও অসুস্থ ব্যক্তিকে উদ্ধার করে সময়মতো সহায়তা প্রদান করে রেলের তরফে গুরুতর দায়িত্ব পালন করেছেন।
advertisement
1/6
আচমকা স্টেশনে লুটিয়ে পড়লেন যাত্রী...! পরমুহূর্তেই ছুটে এল RPF, বিরাট উদ্যোগ নিল রেল!
আরপিএফ 'মিশন সেবা'-এর অধীনে আহতদের উদ্ধার ও চিকিৎসা সহায়তা প্রদান করেছে।মানবিক উদ্যোগ 'মিশন সেবা'-র অধীনে, পূর্ব রেলের হাওড়া এবং শিয়ালদহ ডিভিশনের রেলের সুরক্ষা বাহিনীর (আরপিএফ) কর্মীরা  পুরুষ ও মহিলা-সহ পাঁচজন আহত ও অসুস্থ ব্যক্তিকে উদ্ধার করে সময়মতো সহায়তা প্রদান করে রেলের তরফে গুরুতর দায়িত্ব পালন করেছেন।
advertisement
2/6
আরপিএফ কর্মীরা দ্রুত প্রাথমিক চিকিৎসা প্রদান করেন এবং উদ্ধারকৃত সকল ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য নিকটবর্তী সরকারি হাসপাতালে স্থানান্তরের ব্যবস্থা করেন। যাদের সহায়তা করা হয়েছে, তাদের মধ্যে তিনজন পুরুষকে শক্তিগড় ও গুরাপের মাঝে, সোদপুরে এবং বনগাঁ ও চাঁদপাড়া রেল স্টেশনের মাঝে বিভিন্ন স্থানে আহত অবস্থায় পাওয়া যায়। এছাড়াও, দুজন মহিলা যাত্রীকে তারকেশ্বর এবং হাওড়া রেল স্টেশনে ট্রেনে ভ্রমণের সময় অসুস্থ অবস্থায় পাওয়া যায়।
advertisement
3/6
'মিশন সেবা'-র অধীনে আরপিএফ কর্মীদের এই দ্রুত এবং সহানুভূতিশীল পদক্ষেপ যাত্রী নিরাপত্তা, যত্ন এবং মানবিক পরিষেবার প্রতি পূর্ব রেলওয়ের অবিচল প্রতিশ্রুতিকে তুলে ধরে।
advertisement
4/6
আরপিএফ মিশন সেবা (RPF Mission Seva)হল রেল সুরক্ষা বাহিনী (RPF)-এর একটি মানবিক উদ্যোগ, যার লক্ষ্য রেলযাত্রীদের, বিশেষত অসুস্থ, আহত বা দুর্বল যাত্রীদের জরুরি চিকিৎসা ও অন্যান্য সহায়তা প্রদান করে তাদের জীবন রক্ষা করা এবং নিরাপত্তা নিশ্চিত করা, যা RPF-এর মূল দায়িত্বের পাশাপাশি যাত্রীদের আস্থা বাড়ায় ও তাদের সুরক্ষা নিশ্চিত করে। এটি RPF-এর 'মিশন জীবন রক্ষা'-এর (Mission Jivan Raksha) একটি অংশ, যার অধীনে তারা ট্রেন থেকে পড়ে যাওয়া বা চাকার নীচে পড়া অনেক যাত্রীর জীবন বাঁচিয়েছেন।
advertisement
5/6
মিশন সেবার প্রধান দিক-সমূহ:জরুরি চিকিৎসা: অসুস্থ, আহত বা দুর্বল যাত্রীদের তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা ও সহায়তা প্রদান করা। মানবিক পরিষেবা: যাত্রীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করা এবং প্রয়োজনে তাদের পাশে দাঁড়ানো।
advertisement
6/6
জীবন রক্ষা: 'মিশন জীবন রক্ষা'-এর আওতায় চলন্ত ট্রেন থেকে যাত্রী পড়ে গেলে বা দুর্ঘটনা ঘটলে তাদের উদ্ধার করে জীবন বাঁচানো।
বাংলা খবর/ছবি/দেশ/
Operation Mission Seva: আচমকা স্টেশনে লুটিয়ে পড়লেন যাত্রী...! পরমুহূর্তেই ছুটে এল RPF, 'মিশন সেবা'-র অধীনে অসুস্থ যাত্রীদের উদ্ধারে বিরাট উদ্যোগ নিল রেল!
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল