TRENDING:

Wonder Kid I Viral Story: ২ বছরের আশ্চর্য শিশুর এত প্রতিভা! ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম, শুনে অবাক হবেন!

Last Updated:

Wonder Kid I Viral Story: নান্দিয়ালা জেলা কেন্দ্রের বালাজি কমপ্লেক্সের স্বপ্নিকা দম্পতির পুত্র মোক্ষ আয়ান। মাত্র ২৩ মাস বয়সেই প্রখর বুদ্ধি এবং অনন্য প্রতিভার অধিকারী সে। ইতিমধ্যেই নানা ধরনের জিনিস চিনতে সক্ষম সে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আজকালকার বাচ্চারা জন্মের পর থেকেই মোবাইল ফোনের সঙ্গে পরিচিত হয়ে যায়। মোবাইল হাতে খেলতে খেলতে এমনকী খাওয়ার সময় মোবাইলে ডুবে থাকতে থাকতেও এক সময় মোবাইলে আসক্ত হয়ে পড়ে তারা। আর শিশু সন্তানদের মোবাইল আসক্তি নিয়ে মা-বাবাদের ভাবনার শেষ নেই। অথচ স্মার্টফোন কিন্তু আবার আশীর্বাদও হয়ে উঠতে পারে শিশুদের জন্য। আসলে স্মার্টফোন থেকে তারা শিখে নিতে পারে অনেক কিছুই। কারণ এই শিশু বয়সেই তাদের বুদ্ধিমত্তা, স্মৃতিশক্তি ও প্রতিভা থাকে প্রখর।
ইন্ডিয়ান বুক অফ রেকর্ডস
ইন্ডিয়ান বুক অফ রেকর্ডস
advertisement

আবার শিশুরা অত্যন্ত প্রচণ্ড সক্রিয় এবং স্মার্ট প্রকৃতির হয়ে থাকে। বিশেষ করে তিন থেকে পাঁচ বছর বয়সী শিশুদের মধ্যেই এই প্রবণতাটা বেশি দেখা যায়। সেই সময় নিজেদের আগ্রহের উপর ভিত্তি করে সংশ্লিষ্ট ক্ষেত্রে দক্ষতা অর্জন করে। সে সঙ্গীতই হোক কিংবা খেলাধূলা অথবা পড়াশোনাই হোক। এমনই এক আশ্চর্য প্রতিভাধর শিশুর খোঁজ মিলেছে অন্ধ্রপ্রদেশের নান্দিয়ালা জেলায়। নিজের প্রতিভার জোরে সকলকে তাক লাগিয়ে দিয়েছে ওই খুদে। এমনকী জায়গা করে নিয়েছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসেও। জেনে নেওয়া যাক সেই আশ্চর্য শিশুর গল্প।

advertisement

আরও পড়ুন: ১০ শ্রেণি উত্তীর্ণদের জন্য সুযোগ! ১৫ হাজার টাকার বেতন, ৮০টি শূন্যপদে নিয়োগ শীঘ্র

নান্দিয়ালা জেলা কেন্দ্রের বালাজি কমপ্লেক্সের স্বপ্নিকা দম্পতির পুত্র মোক্ষ আয়ান। মাত্র ২৩ মাস বয়সেই প্রখর বুদ্ধি এবং অনন্য প্রতিভার অধিকারী সে। ইতিমধ্যেই নানা ধরনের জিনিস চিনতে সক্ষম সে। মোক্ষ আয়ান মোট ৩৭ ধরনের প্রাণী, ৭ ধরনের পাখি, ১২ ধরনের যানবাহন, ১৩ জন জাতীয় নেতা, ১২টি রঙ, ১২টি শেপ বা আকৃতি, A থেকে Z পর্যন্ত ইংরেজি অক্ষর, ৫টি জাতীয় প্রতীক এবং ৫টি বিপরীত শব্দ সনাক্ত করতে পেরেছে। এখানেই শেষ নয়, এতটুকু বয়সেও ওই খুদে ১৬টি ভিন্ন ভিন্ন প্রাণীর শব্দও অনুকরণ করার ক্ষেত্রে পারদর্শী।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

সন্তানের এমন প্রতিভার বিশদ বিবরণ ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে পাঠিয়েছিলেন স্বপ্নিকা দম্পতি। এর পর ইন্ডিয়া বুক অফ রেকর্ডস কর্তৃপক্ষের তরফে মোক্ষ আয়ানের স্ট্যান্ডার্ড টেস্ট নেওয়া হয়েছিল। এর পরেই অফিসিয়াল ভাবে স্বীকৃতি পায় ওই খুদের প্রতিভা। সেই সঙ্গে একটি সার্টিফিকেট এবং মেডেল প্রদান করেও সম্মান জানানো হয়েছে মোক্ষর প্রতিভাকে।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Wonder Kid I Viral Story: ২ বছরের আশ্চর্য শিশুর এত প্রতিভা! ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম, শুনে অবাক হবেন!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল