Job News for 10th Pass: ১০ শ্রেণি উত্তীর্ণদের জন্য সুযোগ! ১৫ হাজার টাকার বেতন, ৮০টি শূন্যপদে নিয়োগ শীঘ্র
- Written by:Trending Desk
- Published by:Teesta Barman
Last Updated:
Job News for 10th Pass: একমাত্র দশম শ্রেণি উত্তীর্ণ ব্যক্তিরাই এই চাকরির জন্য আবেদন করতে পারেন। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা ২৫ এপ্রিল ২০২৩ তারিখে মহাসমুন্দ কর্মসংস্থান কার্যালয়ের প্রাঙ্গনে পৌঁছে এই পদগুলির জন্য আবেদন করতে পারেন।
বেকার যুবকদের জন্য আসছে সুখবর। আসলে এই খবরটি শুধুমাত্র এমন যুবক-যুবতীদের জন্য, যাঁরা ঠিক এই সময় চাকরি খুঁজছেন। ইতিমধ্যেই বম্বে ইন্টেলিজেন্স সিকিউরিটি লিমিটেড রায়পুর ৮০টি পদে নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি জারি করেছে। এজন্য ছত্তিশগঢ়ের মহাসমুন্দ জেলায় এক বিশেষ নিয়োগ শিবিরেরও আয়োজন করা হয়েছে। ২৫ এপ্রিল মহাসমুন্দের নিয়োগ কার্যালয়ে এই বিশেষ প্লেসমেন্ট ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
এজন্য ন্যাশনাল এমপ্লয়মেন্ট সার্ভিসের তরফে বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। জারি করা সেই বিজ্ঞপ্তি অনুযায়ী, ওই দিন নিরাপত্তা রক্ষী হিসেবে ৮০টি শূন্যপদের জন্য ইন্টারভিউ নেওয়া হবে। নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে ১২,০০০-১৫,০০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
advertisement
advertisement
তবে মনে রাখতে হবে একমাত্র দশম শ্রেণি উত্তীর্ণ ব্যক্তিরাই এই চাকরির জন্য আবেদন করতে পারেন। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা ২৫ এপ্রিল ২০২৩ তারিখে মহাসমুন্দ কর্মসংস্থান কার্যালয়ের প্রাঙ্গনে পৌঁছে এই পদগুলির জন্য আবেদন করতে পারেন। যেসব প্রার্থী এই পদগুলোতে কাজ করতে চান, তাঁরা প্রথমে এই বিষয়গুলি অবশ্যই মাথায় রাখবেন—
শিক্ষাগত যোগ্যতা:
এই চাকরির জন্য প্রার্থীকে যেকোনও স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান থেকে থেকে দশম উত্তীর্ণ হতে হবে। অর্থাৎ, যে সমস্ত যুবক দশম শ্রেণি পাশ করেছেন এবং চাকরি খুঁজছেন তাঁরা নিরাপত্তা রক্ষীর এই পদের জন্য আবেদন করতে পারেন।
advertisement
পদের সংখ্যা
শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থানের লক্ষ্যে জেলা কর্মসংস্থান ও স্ব-কর্মসংস্থান নির্দেশিকা কেন্দ্র মহাসমুন্দ কর্তৃক এই নিয়োগের আয়োজন করা হয়েছে। এতে নিরাপত্তারক্ষীর মোট ৮০টি পদে নিয়োগ দেওয়া হবে।
সময়সীমা
view commentsজানা গিয়েছে, ২৫ এপ্রিল সকাল ১১টা থেকে দুপুর ২টো পর্যন্ত প্লেসমেন্ট ক্যাম্পের আয়োজন করা হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা ওই সময়ের মহাসমুন্দ জেলা কর্মসংস্থান কার্যালয় প্রাঙ্গনে উপস্থিত হয়ে নিজের নাম নথিবদ্ধ করে নিতে পারেন। তারপর ইন্টারভিউ-এর মাধ্যমে প্রার্থী বাছাই করে নেওয়া হবে। যোগ্য প্রার্থীরা ডাক পাবেন।
Location :
Kolkata,West Bengal
First Published :
Apr 25, 2023 5:18 PM IST










