TRENDING:

Gujarat explosion: প্রাক্তন প্রেমিকার বাড়িতে পার্সেল পাঠাল প্রেমিক! খুলতেই রক্তারক্তি, জোড়া মৃত্যু

Last Updated:

গতকাল জিতুভাই প্যাটেল নামে এক যুবকের বাড়িতে একটি পার্সেল আসে৷ পেশায় শ্রমিক জিতুভাই পার্সেলটি খুলতেই বোমা বিস্ফোরণ হয়৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় জিতুর৷ গুরুতর আহত হয় তাঁর ১২ বছর বয়সি কন্যা ভূমিকা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আহমেদাবাদ: বিবাহিত প্রাক্তন প্রেমিকার বাড়িতে পার্সেল বোমা পাঠিয়েছিল প্রেমিক৷ সেই বোমা বিস্ফোরণে জেরে মৃত্যু হল প্রেমিকার স্বামী এবং মেয়ের৷ গতকাল, বৃহস্পতিবার এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটল গুজরাতের ভাদালিতে৷
প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
advertisement

এনডিটিভি-তে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, গতকাল জিতুভাই প্যাটেল নামে এক যুবকের বাড়িতে একটি পার্সেল আসে৷ পেশায় শ্রমিক জিতুভাই পার্সেলটি খুলতেই বোমা বিস্ফোরণ হয়৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় জিতুর৷ গুরুতর আহত হয় তাঁর ১২ বছর বয়সি কন্যা ভূমিকা৷ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তারও মৃত্যু হয়৷

আরও পড়ুন: ‘আগে চিট ফান্ডের টাকার হিসেব দিক’, তোপ পার্থর! কুণালের জবাব, ‘থ্যাঙ্ক ইউ পার্থদা’

advertisement

এই ঘটনা যখন ঘটে তখন জিতুভাইয়ের স্ত্রী বাড়িতে ছিলেন না৷ তদন্তে নেমে পুলিশ জানতে পারে, জয়ন্তভাই বালুসিং বঞ্জারা নামে এক যুবক টেপ রেকর্ডারের মতো দেখতে ওই জিনিসটি একটি অটোতে করে পার্সেল করে পাঠান৷ সেই টেপ রেকর্ডারটির তার প্লাগে ঢুকিয়ে চালানোর চেষ্টা করতেই সেটিতে বিস্ফোরণ ঘটে৷

তদন্তে আরও উঠে আসে, জয়ন্তভাই রাজস্থানে গিয়ে ওই বোমাটি তৈরির সামগ্রী নিয়ে আসে৷ জিলেটিন স্টিক, ডেটোনেটরের সাহায্যে টেপ রেকর্ডারের মতো দেখতে ওই বোমাটি তৈরি করেন৷

advertisement

সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ প্রথমে ওই অটো চালককে চিহ্নিত করেন৷ এর পর তাঁর বয়ানের ভিত্তিতে অভিযুক্ত জয়ন্তভাইকে গ্রেফতার করে পুলিশ৷ জেরায় জয়ন্তভাই স্বীকার করে নেন, নিহত জিতুভাইয়ের স্ত্রীর সঙ্গে এক সময় সম্পর্ক ছিল তাঁর৷ কিন্তু সেই প্রেম টেকেনি৷ জিতুভাইয়ের সঙ্গে বিয়ে হয়ে যায় জয়ন্তর প্রেমিকার৷ সেই আক্রোশেই জিতুভাইকে খুন করতে ওই পার্সেল বোমা পাঠান তিনি৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চোখের নিমেষে উধাও সাত কুইন্টাল দই! কেজি মাত্র ১১০ টাকা,ভাইফোঁটায় উপচে পড়া ভিড় এই দোকানে
আরও দেখুন

এই বিস্ফোরণের ঘটনায় জিতু ভাইয়ে আরও দুই মেয়ে বুকে এবং চোখে আঘাত লাগে৷ তাদের বয়স ৯ এবং ১০ বছর৷ তারা দু জনেই এখন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে৷

বাংলা খবর/ খবর/দেশ/
Gujarat explosion: প্রাক্তন প্রেমিকার বাড়িতে পার্সেল পাঠাল প্রেমিক! খুলতেই রক্তারক্তি, জোড়া মৃত্যু
Open in App
হোম
খবর
ফটো
লোকাল