Kunal Ghosh vs Partha Chatterjee: 'আগে চিট ফান্ডের টাকার হিসেব দিক', তোপ পার্থর! কুণালের জবাব, 'থ্যাঙ্ক ইউ পার্থদা'

Last Updated:

লোকসভা নির্বাচনের মাঝেই কুণাল ক্রমশই দলের অস্বস্তির কারণ হয়ে উঠছেন৷ পার্থ-কুণালের সম্পর্ক অবশ্য বরাবরই তিক্ত৷

পার্থ-কুণাল কথার লড়াই৷
পার্থ-কুণাল কথার লড়াই৷
কলকাতা: তৃণমূল তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করার পরই নিজের ক্ষোভের কথা জানাতে গিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের প্রসঙ্গ টেনেছিলেন কুণাল ঘোষ৷ নিয়োগ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায় সরাসরি যুক্ত, রাখঢাক না করেই এমন অভিযোগ করেছেন কুণাল৷ এ বার পাল্টা কুণালের বিরুদ্ধে সরব হলেন জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়৷ এ দিন আদালতে পেশ করার সময় পার্থর পাল্টা তোপ, আগে চিটফান্ডের টাকার হিসেব দিক কুণাল৷
গত বুধবার থেকেই কুণালের সঙ্গে তৃণমূলের সংঘাতে পরিস্থিতি তৈরি হয়েছে৷ উত্তর কলকাতায় একটি রক্তদান শিবিরে বিজেপি প্রার্থী তাপস রায়ের সঙ্গে হাজির হন কুণাল৷ তাপস রায়ের প্রশংসাও করেন তিনি৷ পরে সাংবাদিক বৈঠক করে কলকাতা উত্তর কেন্দ্রে দলের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়কেও কটাক্ষ করেন তিনি৷ এর কিছুক্ষণের মধ্যেই প্রথমে কুণালকে রাজ্য সাধারণ সম্পাদক পদ থেকে সরিয়ে দেয় তৃণমূল নেতৃত্ব৷ গতকাল তৃতীয় দফার ভোটে তৃণমূলের তারকা প্রার্থীর তালিকা থেকেও কুণালকে বাদ দেওয়া হয়৷
advertisement
advertisement
এই ঘটনার পরই কুণাল দলের বিরুদ্ধে মুখ খোলেন৷ শিক্ষায় নিয়োগ দুর্নীতি যে হয়েছে, তা স্বীকার করে নিয়ে পার্থ চট্টোপাধ্যায়কে নিশানা করেন কুণাল৷ অভিযোগ করেন, পার্থ সরাসরি নিয়োগ দুর্নীতিতে যুক্ত এবং চাকরির বিনিময়ে টাকাও নিয়েছেন৷
advertisement
এর পাল্টা এ দিন আদালতে পেশ করার সময় পাল্টা কুণালকে জবাব দেন পার্থ৷ প্রাক্তন শিক্ষামন্ত্রী বলেন, চিটফান্ডের টাকার হিসেব চাই৷ এগুলো বলার আগে কুণাল চিট ফান্ডের টাকার হিসেব দিন৷ অনেক আগেই ওকে দল থেকে তাড়িয়ে দেওয়া উচিত৷ কুণাল দলের যা ক্ষতি করছে, বিরোধীরাও এত ক্ষতি করেনি৷ তিনি দলকে কুণালের সম্পর্কে সতর্ক করেছিলেন কি না প্রশ্ন করা হলে পার্থ চট্টোপাধ্যায় বলেন, আমি তো জেলে এসে জানতে পারলাম কুণাল কত ঘৃন্য কাজ করেছে৷
advertisement
পার্থকে অবশ্য জবাব দিতে দেরি করেননি কুণালও৷ পাল্টা জবাবে তিনি বলেন, ‘নিয়োগ কেলেঙ্কারির মতো কুৎসিত অপরাধে যুক্ত মাস্টারমাইন্ড, যে কোটি কোটি টাকা তুলেছে, সেই পার্থ চট্টোপাধ্যায় যখন আমার সমালোচনা করেন তাকে আমি তখন দলের প্রতি আমার নিষ্ঠা, সততা, চরিত্র নিয়ে শংসাপত্র হিসেবে গ্রহণ করি৷ থ্যাঙ্ক ইউ পার্থদা, আমাকে ক্যারেক্টার সার্টিফিকেট দেওয়ার জন্য৷’
advertisement
লোকসভা নির্বাচনের মাঝেই কুণাল ক্রমশই দলের অস্বস্তির কারণ হয়ে উঠছেন৷ পার্থ-কুণালের সম্পর্ক অবশ্য বরাবরই তিক্ত৷ কুণালের মুখে লাগাম পরাতে তৃণমূল এবার কী কৌশল নেয় অথবা আরও কঠিন কোনও পদক্ষেপ করে কি না, তা নিয়েও কৌতূহল বাড়ছে৷
view comments
বাংলা খবর/ খবর/নির্বাচন/
Kunal Ghosh vs Partha Chatterjee: 'আগে চিট ফান্ডের টাকার হিসেব দিক', তোপ পার্থর! কুণালের জবাব, 'থ্যাঙ্ক ইউ পার্থদা'
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ !

  • সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

  • তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement