TRENDING:

Tripura: বিধানসভা নির্বাচনের আগে বড় চমক, মহার্ঘ্য ভাতা বাড়ল ত্রিপুরায় ৫ শতাংশ

Last Updated:

একাধিক শূন্য পদেও শুরু হচ্ছে নিয়োগ প্রক্রিয়া ৷ 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আবীর ঘোষাল, আগরতলা: বিধানসভা নির্বাচন আগামী বছর ৷ উত্তর-পূর্ব ভারতের এই রাজ্যের নির্বাচন নিয়ে নজর রয়েছে গোটা দেশের। বিজেপি শাসিত এই রাজ্যের মুখ্যমন্ত্রী বদল করা হয়েছে কয়েকমাস আগেই ৷ এই অবস্থায় সরকারি কর্মচারীদের থেকে আস্থা ভোট পেতে মহার্ঘ্য ভাতা ঘোষণা করল ত্রিপুরা সরকার (Tripura) ৷
বিধানসভা নির্বাচনের আগে বড় চমক, মহার্ঘ্য ভাতা বাড়ল ত্রিপুরায় ৫ শতাংশ
বিধানসভা নির্বাচনের আগে বড় চমক, মহার্ঘ্য ভাতা বাড়ল ত্রিপুরায় ৫ শতাংশ
advertisement

রাজ্য প্রশাসনের তরফে জানানো হয়েছে ৫% ডিএ বাড়ানো হচ্ছে। যদিও কেন্দ্রের সঙ্গে এর পরেও ২৬% ফারাক থাকলেও রাজ্যের এই ঘোষণায় খুশি সরকারি কর্মচারী ও পেনশন উপভোক্তারা ৷ রাজনৈতিক মহলের মতে মাণিক সাহা মুখ্যমন্ত্রী হয়েই এই সিদ্ধান্ত কার্যকর করতে উদ্যোগী হয়েছিলেন ৷ তাই ভোটের আগে এটা বিজেপির অন্যতম বড় চমক। বিরোধীরা অবশ্য বলছেন, নিয়োগ প্রক্রিয়া এখনও যথাযথ নয় রাজ্যে ৷ যে শতাংশ ডিএ দেওয়ার কথা তা দেওয়া হচ্ছে না।

advertisement

আরও পড়ুন-পার্থ তদন্তে যা উঠে আসছে তা হজম করা কষ্টকর হচ্ছে...বিস্ফোরক তাপস রায়!

যদিও এই ডিএ বৃদ্ধি করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ত্রিপুরা গভরমেন্ট এমপ্লয়িজ ফেডারেশন। ওই সংগঠনের মহাসচিব সমর রায় বলেন, “রাজ্য সরকার যে ৫ শতাংশ ডিএ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে তাকে আমরা স্বাগত জানাচ্ছি। যদিও এখনও কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে আমাদের মাইনে এবং ডিএ-র অনেক ফারাক আছে। তাদের ডিএ অনেক বেশি। আশা করি এই রাজ্য সরকার ওই ডিএ-র ফারাক কমাবে।’’

advertisement

ত্রিপুরার সরকারের এই সিদ্ধান্তের ফলে, সেখানে রাজ্য সরকারের কর্মীদের বেসিক পে-র ৮ শতাংশ হচ্ছে। এখন কেন্দ্রীয় সরকারি কর্মীরা পাচ্ছেন ৩৪ শতাংশ ডিএ। সেখানে রাজ্য সরকারি কর্মীদের ডিএ বাড়ানো হলেও কেন্দ্রর সঙ্গে এই ফারাক থাকছে ২৬ শতাংশ। রাজ্যের মন্ত্রী সুশান্ত চৌধুরী জানিয়েছেন, আর্থিক সীমাবদ্ধতা এবং সংকট থাকলেও কর্মচারীদের জন্য ৫ শতাংশ ডিএ বাড়ানোর প্রস্তাব অনুমোদিত হয়েছে। এর ফলে আমাদের রাজ্যের সরকারের উপর অতিরিক্ত ৫২৩.৮০ কোটি টাকা বোঝা চাপবে।

advertisement

আরও পড়ুন- পুজোর মুখে পর্যটকদের জন্য বিরাট সুখবর! বাঙালির দুই প্রিয় সৈকত শহরে ফের চালু রেল! দেখে নিন সময়সূচি...

সেরা ভিডিও

আরও দেখুন
একটা ফোন, বাড়িতে পৌঁছে যাবে খোদ বর্ধমানের বিখ্যাত সীতাভোগ! বড় উদ্যোগ মিষ্টি দোকানের
আরও দেখুন

ত্রিপুরার প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ডিএ বৃদ্ধির ফলে, ৮০ হাজার ৮৫৫ জন পেনশনভোগী ছাড়াও এক লক্ষ চার হাজার ৬৮৩ জন সরকারি কর্মচারী উপকৃত হবেন। আগামী বছরই ত্রিপুরা রাজ্যের বিধানসভা নির্বাচন। তার আগেই সেই রাজ্যে সরকারি কর্মীদের মাইনে বাড়িয়ে দিল মানিক সাহার সরকার। ত্রিপুরা প্রশাসন সূত্রে খবর “চলতি বছরের ১ জুলাই থেকেই এই বাড়তি ডিএ কার্যকর হবে। ত্রিপুরার সমস্ত সরকারি কর্মী এবং পেনশনভোগীরা এই সুবিধা পাবেন।”

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Tripura: বিধানসভা নির্বাচনের আগে বড় চমক, মহার্ঘ্য ভাতা বাড়ল ত্রিপুরায় ৫ শতাংশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল