TRENDING:

Tripura Exit Poll: ত্রিপুরায় জয়জয়কার বিজেপি-রই, বলছে বেশিরভাগ বুথ ফেরত সমীক্ষা, আসন রফায় লাভ হল না বাম-কংগ্রেসের

Last Updated:

ইন্ডিয়া টুডে এবং অ্যাক্সিস মাই ইন্ডিয়া বুথফেরত সমীক্ষা অনুযায়ী, তিপ্রামোথার ফলে লাভবান হয়েছে বিজেপি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ত্রিপুরা: ত্রিপুরায় ক্ষমতা ধরে রাখতে চলেছে গেরুয়া শিবির। ইন্ডিয়া টুডে- অ্যাক্সিসের বুথ ফেরত সমীক্ষা ফলাফল অনুযায়ী, ৬০ বিধানসভা আসনের ত্রিপুরায় বিজেপি এবং তার জোটসঙ্গী আইপিএফটি পেতে চলেছে ৩৬ থেকে ৪৫ টি আসন। যা মেজরিটি মার্ক ৩১ আসনের চেয়ে বেশ অনেকটাই উপরে। অন্যদিকে, এককালে ত্রিপুরা শাসন করা বাম এবং কংগ্রেস আটকে থাকছে ৬ থেকে ১১টি আসনের মধ্যে। আদিবাসী অধ্যুষিত আসনগুলিতে ভাল ফল করলেও ত্রিপুরার রাজা প্রদ্যোৎ কিশোরের ঝুলিতে ৯ থেকে ১৬টির বেশি আসন পড়বে না বলেই জানাচ্ছে সমীক্ষার ফল।
advertisement

দেশের উত্তরপূর্বের এই রাজ্যে ভোটগ্রহণ হয়েছিল গত ১৬ ফেব্রুয়ারি। ৬০ আসনের ত্রিপুরায় প্রধান প্রতিদ্বন্দ্বী ছিল মোদি-শাহ-মানিকের বিজেপি এবং বাম-কংগ্রেস। সরাসরি জোটের পথে না হাঁটলেও আসন রফা করে বিজেপির বিরুদ্ধে জোটবদ্ধ হয়েছিল একসময় পরস্পরের কট্টর বিরোধী দুই দল। তবে তার ফল ভোটবাক্সে পড়ল না বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুন: কালো টাকা সাদা করার 'কারখানা'? ভিনরাজ্যে হৈমন্তী গঙ্গোপাধ্য়ায়ের আরও এক নতুন শেল কোম্পানির হদিস

advertisement

এবারের ত্রিপুরার নির্বাচনে বড় ফ্যাক্টর হয়ে ছিল ত্রিপুরার রাজা প্রদ্যোৎ কিশোর মাণিক্যের দল তিপ্রামোথাও। ৬০ বিধানসভা আসনের ত্রিপুরা বিধানসভার ২০টিই জনজাতি অধ্যুষিত। আর এই ২০টিতেই ভাল প্রভাব রয়েছে প্রদ্যোৎ কিশোরের তিপ্রামোথা পার্টির। কিন্তু, এই কুড়ি আসনের বাইরেও আরও ২২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছে প্রদ্যোতের পার্টি। এক্সিট পোল বলছে, এই আদিবাসী অধ্যুষিত আসনগুলিতে প্রায় ৫১ শতাংশ ভোট গিয়েছে তিপ্রামোথার দিকে। তবে, এই সমস্ত কেন্দ্রে ভালই ভোট শেয়ার পেয়েছে বিজেপি।

advertisement

ইন্ডিয়া টুডে এবং অ্যাক্সিস মাই ইন্ডিয়া বুথফেরত সমীক্ষা অনুযায়ী, তিপ্রা মোথার ফলে লাভবান হয়েছে বিজেপি। ভাগ হয়ে গিয়েছে বিরোধী জোট। জনজাতি অঞ্চলে ৫১ শতাংশ ভোট পেতে পারে তিপ্রা মোথা। সাধারণ ও ওবিসি অঞ্চলে বিজেপি ৬০ শতাংশ ভোট পেতে পারে। সংখ্যালঘু এলাকায় ৬৭ শতাংশ ভোট পেতে পারে বাম-কংগ্রেস জোট।

আরও পড়ুন: গোপাল, বিকাশ এবং আরমান, বিভিন্ন নামের আড়ালে কি একজনই? ধন্দে গোয়েন্দারা

advertisement

ইন্ডিয়া টুডে এবং অ্যাক্সিস মাই ইন্ডিয়ার বুথ ফেরত সমীক্ষা বলছে, ২০১৮ সালে বিজেপির প্রাপ্ত ভোটের হার ছিল ৪৩ শতাংশ। যা এবার বেড়ে হতে পারে ৪৫ শতাংশ। বাম এবং কংগ্রেসের ভোট দাঁড়াতে পারে ৩২ শতাংশ। গতবার নির্বাচনের নিরিখে দুই দলের প্রাপ্ত ভোট শেয়ার যোগ করলে দাঁড়াত মাত্র ১৬ শতাংশ। অর্থাৎ, এবছর দ্বিগুণ হচ্ছে তাদের প্রাপ্ত ভোটের হার। তারপরেও অবশ্য রোখা যাচ্ছে না বিজেপি-কে।

advertisement

Matrize এর বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, ত্রিপুরায় বিজেপি পাচ্ছে  ২৯ থেকে ৩৬টি আসন। বাম পাচ্ছে ১৩ থেকে ২১টি। কংগ্রেসের কপালে জুটছে না কিছুই।

ETG র বুথ ফেরত সমীক্ষার ফল অনুযায়ী, BJP-IPFT জোট পাচ্ছে ২৪টি আসন। বাম-কংগ্রেস জোট ২১টি। তিপ্রামোথার পেতে পারে ১৪টি আসন।

আরও পড়ুন:

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

আপডেট পড়ুন ত্রিপুরা নির্বাচনের ফলাফল 2023 (Tripura Election Result 2023এখানে খবর

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Tripura Exit Poll: ত্রিপুরায় জয়জয়কার বিজেপি-রই, বলছে বেশিরভাগ বুথ ফেরত সমীক্ষা, আসন রফায় লাভ হল না বাম-কংগ্রেসের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল