দেশের উত্তরপূর্বের এই রাজ্যে ভোটগ্রহণ হয়েছিল গত ১৬ ফেব্রুয়ারি। ৬০ আসনের ত্রিপুরায় প্রধান প্রতিদ্বন্দ্বী ছিল মোদি-শাহ-মানিকের বিজেপি এবং বাম-কংগ্রেস। সরাসরি জোটের পথে না হাঁটলেও আসন রফা করে বিজেপির বিরুদ্ধে জোটবদ্ধ হয়েছিল একসময় পরস্পরের কট্টর বিরোধী দুই দল। তবে তার ফল ভোটবাক্সে পড়ল না বলেই মনে করা হচ্ছে।
advertisement
এবারের ত্রিপুরার নির্বাচনে বড় ফ্যাক্টর হয়ে ছিল ত্রিপুরার রাজা প্রদ্যোৎ কিশোর মাণিক্যের দল তিপ্রামোথাও। ৬০ বিধানসভা আসনের ত্রিপুরা বিধানসভার ২০টিই জনজাতি অধ্যুষিত। আর এই ২০টিতেই ভাল প্রভাব রয়েছে প্রদ্যোৎ কিশোরের তিপ্রামোথা পার্টির। কিন্তু, এই কুড়ি আসনের বাইরেও আরও ২২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছে প্রদ্যোতের পার্টি। এক্সিট পোল বলছে, এই আদিবাসী অধ্যুষিত আসনগুলিতে প্রায় ৫১ শতাংশ ভোট গিয়েছে তিপ্রামোথার দিকে। তবে, এই সমস্ত কেন্দ্রে ভালই ভোট শেয়ার পেয়েছে বিজেপি।
ইন্ডিয়া টুডে এবং অ্যাক্সিস মাই ইন্ডিয়া বুথফেরত সমীক্ষা অনুযায়ী, তিপ্রা মোথার ফলে লাভবান হয়েছে বিজেপি। ভাগ হয়ে গিয়েছে বিরোধী জোট। জনজাতি অঞ্চলে ৫১ শতাংশ ভোট পেতে পারে তিপ্রা মোথা। সাধারণ ও ওবিসি অঞ্চলে বিজেপি ৬০ শতাংশ ভোট পেতে পারে। সংখ্যালঘু এলাকায় ৬৭ শতাংশ ভোট পেতে পারে বাম-কংগ্রেস জোট।
আরও পড়ুন: গোপাল, বিকাশ এবং আরমান, বিভিন্ন নামের আড়ালে কি একজনই? ধন্দে গোয়েন্দারা
ইন্ডিয়া টুডে এবং অ্যাক্সিস মাই ইন্ডিয়ার বুথ ফেরত সমীক্ষা বলছে, ২০১৮ সালে বিজেপির প্রাপ্ত ভোটের হার ছিল ৪৩ শতাংশ। যা এবার বেড়ে হতে পারে ৪৫ শতাংশ। বাম এবং কংগ্রেসের ভোট দাঁড়াতে পারে ৩২ শতাংশ। গতবার নির্বাচনের নিরিখে দুই দলের প্রাপ্ত ভোট শেয়ার যোগ করলে দাঁড়াত মাত্র ১৬ শতাংশ। অর্থাৎ, এবছর দ্বিগুণ হচ্ছে তাদের প্রাপ্ত ভোটের হার। তারপরেও অবশ্য রোখা যাচ্ছে না বিজেপি-কে।
Matrize এর বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, ত্রিপুরায় বিজেপি পাচ্ছে ২৯ থেকে ৩৬টি আসন। বাম পাচ্ছে ১৩ থেকে ২১টি। কংগ্রেসের কপালে জুটছে না কিছুই।
ETG র বুথ ফেরত সমীক্ষার ফল অনুযায়ী, BJP-IPFT জোট পাচ্ছে ২৪টি আসন। বাম-কংগ্রেস জোট ২১টি। তিপ্রামোথার পেতে পারে ১৪টি আসন।
আরও পড়ুন:
- Tripura, Meghalaya, Nagaland Exit Poll 2023 : অ্যাক্সিসের এক্সিট পোলে ত্রিপুরা, নাগাল্যান্ড বিজেপির দখলে, ত্রিশঙ্কু হতে পারে মেঘালয়ের ফল
- Meghalaya Assembly Election: মেঘালয়ে ছাপ ফেলতে পারল তৃণমূল? নাকি পাহাড়ি রাজ্যে থাকছে শাসক দলই? দেখুন কী বলছে বুথফেরত সমীক্ষা
আপডেট পড়ুন ত্রিপুরা নির্বাচনের ফলাফল 2023 (Tripura Election Result 2023) এখানে খবর