Meghalaya Assembly Election: মেঘালয়ে ছাপ ফেলতে পারল তৃণমূল? নাকি পাহাড়ি রাজ্যে থাকছে শাসক দলই? দেখুন কী বলছে বুথফেরত সমীক্ষা

Last Updated:

Meghalaya Assembly Election: বুথফেরত সমীক্ষার ফল যদি মিলে যায় তাহলে পুরনো ঐতিহ্যই থাকবে পাহাড়ি রাজ্যে৷ 

কী বলছে বুথফেরত সমীক্ষা?
কী বলছে বুথফেরত সমীক্ষা?
বিকেল চারটেয় ভোটগ্রহণ প্রক্রিয়া শেষ হয়েছে উত্তর-পূর্বের দুই রাজ্য মেঘালয় এবং নাগাল্যান্ডে। আগামী ২ মার্চ ফলপ্রকাশের আগে এবার পালা এক্সিট পোলের৷ বাংলার বাইরে পা রাখতে মরিয়া ছিল তৃণমূল কংগ্রেস৷  সোমবার পাহাড়ি এই রাজ্যের বিধানসভা নির্বাচনের বুথফেরত সমীক্ষার কী বলছে দেখে নেওয়া যাক।
ইন্ডিয়া টুডে এবং অ্যাক্সিস মাই ইন্ডিয়ার বুথফেরত সমীক্ষা অনুযায়ী ৬০ আসনের মেঘালয় বিধানসভায় কনরাড সাংমার শাসক দল ন্যাশনাল পিপলস পার্টি ১৮ থেকে ২৪ টি আসনে জিততে পারে। ৬ থেকে ১২ টি আসনে জিততে পারে কংগ্রেস। তৃণমূল কংগ্রেস জিততে পারে ৫ থেকে ৯টি আসনে। বিজেপি জিততে পারে ৪ থেকে ৮টি আসনে। ইউনাইটেড ডেমোক্রেটিক পার্টি (ইউডিপি) জিততে পারে ৮ থেকে ১২ টি আসনে। অন্যান্যরা ৪ থেকে ৮ আসনে জিততে পারে।
advertisement
advertisement
ইন্ডিয়া টুডে এবং অ্যাক্সিস মাই ইন্ডিয়া বুথফেরত সমীক্ষা অনুযায়ী মেঘালয়ে ১৬ শতাংশ ভোট পেতে পারে তৃণমূল কংগ্রেস। বিজেপি পেতে পারে ১৪ শতাংশ ভোট। কংগ্রেস পেতে পারে ১৯ শতাংশ ভোট ন্যাশনাল পিপলস পার্টি  পেতে পারে ২৯ শতাংশ। অন্যান্যরা পেতে পারে ১১ শতাংশ। ইউনাইটেড ডেমোক্রেটিক পার্টি পেতে পারে ১১ শতাংশ ভোট।
advertisement
মেঘালয়ে ৩ হাজার ৪১৯টি ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছে। দুটি রাজ্যই মোট ৫৫০ জনেরও বেশি প্রার্থী তাঁদের ভাগ্য নির্ধারণের চেষ্টা করছেন। ২ মার্চ মেঘালয়, নাগাল্যান্ড এবং ত্রিপুরা বিধানসভা নির্বাচনের ভোট গণনা হবে। এবার মেঘালয়ে সব রাজনৈতিক দল এককভাবে নির্বাচনে লড়ছে। বিজেপি এবার ন্যাশনাল পিপলস পার্টির সঙ্গে জোট করেনি।
আরও পড়ুন- সামনেই পঞ্চায়েত ভোট, শনিবার 'বড়দিন'! হতে পারে বিরাট সিদ্ধান্ত
২০১৮ সালে বিধানসভা ভোটের পর মেঘালয়ে সরকার গড়েছিল এনপিপি-বিজেপি জোট। বিরোধী দলে ছিল কংগ্রেস। কিন্তু মুকুল সাংমার নেতৃত্বে মেঘালয়ে বেশ কয়েকজনের বিধায়কের দলবদলের পরে সেই রাজ্যে বিরোধী দলের মর্যদা পেয়েছিল তৃণমূল। ভোটের আগে প্রচারে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২০১৮ সালে বিধানসভা ভোটের পর মেঘালয়ে সরকার গড়েছিল এনপিপি-বিজেপি জোট। বিরোধী দলে ছিল কংগ্রেস। কিন্তু মুকুল সাংমার নেতৃত্বে সেই কংগ্রেসের এক ডজনের বেশি বিধায়ক তৃণমূলে যোগ দিয়ে দেন। গত দেড় বছর ধরে তৃণমূলই খাতায় কলমে ছিল মেঘালয়ের বিরোধী দল। তবে বুথফেরত সমীক্ষার ফল যদি মিলে যায় তাহলে পুরনো ঐতিহ্যই থাকবে পাহাড়ি রাজ্যে৷  আপাতত দাঁত ফোটাতে পারবে না কোনও দল৷
advertisement
আরও পড়ুন:
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Meghalaya Assembly Election: মেঘালয়ে ছাপ ফেলতে পারল তৃণমূল? নাকি পাহাড়ি রাজ্যে থাকছে শাসক দলই? দেখুন কী বলছে বুথফেরত সমীক্ষা
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement