Tripura Exit Poll: ত্রিপুরায় জয়জয়কার বিজেপি-রই, বলছে বেশিরভাগ বুথ ফেরত সমীক্ষা, আসন রফায় লাভ হল না বাম-কংগ্রেসের

Last Updated:

ইন্ডিয়া টুডে এবং অ্যাক্সিস মাই ইন্ডিয়া বুথফেরত সমীক্ষা অনুযায়ী, তিপ্রামোথার ফলে লাভবান হয়েছে বিজেপি।

ত্রিপুরা: ত্রিপুরায় ক্ষমতা ধরে রাখতে চলেছে গেরুয়া শিবির। ইন্ডিয়া টুডে- অ্যাক্সিসের বুথ ফেরত সমীক্ষা ফলাফল অনুযায়ী, ৬০ বিধানসভা আসনের ত্রিপুরায় বিজেপি এবং তার জোটসঙ্গী আইপিএফটি পেতে চলেছে ৩৬ থেকে ৪৫ টি আসন। যা মেজরিটি মার্ক ৩১ আসনের চেয়ে বেশ অনেকটাই উপরে। অন্যদিকে, এককালে ত্রিপুরা শাসন করা বাম এবং কংগ্রেস আটকে থাকছে ৬ থেকে ১১টি আসনের মধ্যে। আদিবাসী অধ্যুষিত আসনগুলিতে ভাল ফল করলেও ত্রিপুরার রাজা প্রদ্যোৎ কিশোরের ঝুলিতে ৯ থেকে ১৬টির বেশি আসন পড়বে না বলেই জানাচ্ছে সমীক্ষার ফল।
দেশের উত্তরপূর্বের এই রাজ্যে ভোটগ্রহণ হয়েছিল গত ১৬ ফেব্রুয়ারি। ৬০ আসনের ত্রিপুরায় প্রধান প্রতিদ্বন্দ্বী ছিল মোদি-শাহ-মানিকের বিজেপি এবং বাম-কংগ্রেস। সরাসরি জোটের পথে না হাঁটলেও আসন রফা করে বিজেপির বিরুদ্ধে জোটবদ্ধ হয়েছিল একসময় পরস্পরের কট্টর বিরোধী দুই দল। তবে তার ফল ভোটবাক্সে পড়ল না বলেই মনে করা হচ্ছে।
আরও পড়ুন: কালো টাকা সাদা করার 'কারখানা'? ভিনরাজ্যে হৈমন্তী গঙ্গোপাধ্য়ায়ের আরও এক নতুন শেল কোম্পানির হদিস
এবারের ত্রিপুরার নির্বাচনে বড় ফ্যাক্টর হয়ে ছিল ত্রিপুরার রাজা প্রদ্যোৎ কিশোর মাণিক্যের দল তিপ্রামোথাও। ৬০ বিধানসভা আসনের ত্রিপুরা বিধানসভার ২০টিই জনজাতি অধ্যুষিত। আর এই ২০টিতেই ভাল প্রভাব রয়েছে প্রদ্যোৎ কিশোরের তিপ্রামোথা পার্টির। কিন্তু, এই কুড়ি আসনের বাইরেও আরও ২২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছে প্রদ্যোতের পার্টি। এক্সিট পোল বলছে, এই আদিবাসী অধ্যুষিত আসনগুলিতে প্রায় ৫১ শতাংশ ভোট গিয়েছে তিপ্রামোথার দিকে। তবে, এই সমস্ত কেন্দ্রে ভালই ভোট শেয়ার পেয়েছে বিজেপি।
advertisement
advertisement
ইন্ডিয়া টুডে এবং অ্যাক্সিস মাই ইন্ডিয়া বুথফেরত সমীক্ষা অনুযায়ী, তিপ্রা মোথার ফলে লাভবান হয়েছে বিজেপি। ভাগ হয়ে গিয়েছে বিরোধী জোট। জনজাতি অঞ্চলে ৫১ শতাংশ ভোট পেতে পারে তিপ্রা মোথা। সাধারণ ও ওবিসি অঞ্চলে বিজেপি ৬০ শতাংশ ভোট পেতে পারে। সংখ্যালঘু এলাকায় ৬৭ শতাংশ ভোট পেতে পারে বাম-কংগ্রেস জোট।
আরও পড়ুন: গোপাল, বিকাশ এবং আরমান, বিভিন্ন নামের আড়ালে কি একজনই? ধন্দে গোয়েন্দারা
ইন্ডিয়া টুডে এবং অ্যাক্সিস মাই ইন্ডিয়ার বুথ ফেরত সমীক্ষা বলছে, ২০১৮ সালে বিজেপির প্রাপ্ত ভোটের হার ছিল ৪৩ শতাংশ। যা এবার বেড়ে হতে পারে ৪৫ শতাংশ। বাম এবং কংগ্রেসের ভোট দাঁড়াতে পারে ৩২ শতাংশ। গতবার নির্বাচনের নিরিখে দুই দলের প্রাপ্ত ভোট শেয়ার যোগ করলে দাঁড়াত মাত্র ১৬ শতাংশ। অর্থাৎ, এবছর দ্বিগুণ হচ্ছে তাদের প্রাপ্ত ভোটের হার। তারপরেও অবশ্য রোখা যাচ্ছে না বিজেপি-কে।
advertisement
Matrize এর বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, ত্রিপুরায় বিজেপি পাচ্ছে  ২৯ থেকে ৩৬টি আসন। বাম পাচ্ছে ১৩ থেকে ২১টি। কংগ্রেসের কপালে জুটছে না কিছুই।
ETG র বুথ ফেরত সমীক্ষার ফল অনুযায়ী, BJP-IPFT জোট পাচ্ছে ২৪টি আসন। বাম-কংগ্রেস জোট ২১টি। তিপ্রামোথার পেতে পারে ১৪টি আসন।
আরও পড়ুন:
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Tripura Exit Poll: ত্রিপুরায় জয়জয়কার বিজেপি-রই, বলছে বেশিরভাগ বুথ ফেরত সমীক্ষা, আসন রফায় লাভ হল না বাম-কংগ্রেসের
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement