হোম /খবর /দেশ /
অ্যাক্সিসের এক্সিট পোলে ত্রিপুরা, নাগাল্যান্ড বিজেপির দখলে, ত্রিশঙ্কু মেঘালয়

Exit Poll For Three States: অ্যাক্সিসের এক্সিট পোলে ত্রিপুরা, নাগাল্যান্ড বিজেপির দখলে, ত্রিশঙ্কু হতে পারে মেঘালয়ের ফল

Tripura, Meghalaya, Nagaland Exit Poll 2023

Tripura, Meghalaya, Nagaland Exit Poll 2023

Exit Poll For Three States: সব মিলিয়ে ফল কী হতে চলেছে, তার একটি আভাষ দিয়েছে এই এক্সিট পোল৷

  • Share this:

নয়াদিল্লি: এক্সিট পোলে বিপুল জয়ের সম্ভাবনা বিজেপির৷ ত্রিপুরা, নাগাল্যান্ডে বিজেপির জয় দেখছে এক্সিস-মাই ইন্ডিয়ায় এক্সিট পোল৷ এ বার ত্রিপুরায় একদিকে ছিল বিজেপি অন্য দিকে ছিল কংগ্রেস ও বামের জোট এবং তৃণমূল লড়েছিল৷ এ ছাড়াও লড়াইয়ে গুরুত্বপূর্ণ ছিল তিপ্রামোথাও৷ ওদিকে মেঘালয়ে ভাল ফল করতে চলেছে তৃণমূল৷ সেখানে ৫ থেকে ৯টি আসন জিততে পারে ঘাসফুল শিবির৷ ফলে মেঘালয়ে সরকার গঠনে বড় ভূমিকা নিতে পারে তৃণমূলও৷ এই সব মিলিয়ে ফল কী হতে চলেছে, তার একটি আভাষ দিয়েছে এই এক্সিট পোল৷

অ্যাক্সিস-মাই ইন্ডিয়া-এর এক্সিট পোলে দেখা গিয়েছে ত্রিপুরায়, শতাংশের বিচারে বিজেপির ভোট বাড়বে, কমবে কংগ্রেস ও বামেদের ভোট৷ আসনের বিচারে এক্সিসের এক্সিট পোলে দেখা গিয়েছে, ৬০ আসনের বিধানসভায় বিজেপি পেতে পারে ৩৬ থেকে ৪৫টি আসন, বাম ও কংগ্রেস জোট পেতে পারে ৬-১১ আসন৷ আর তিপ্রামোথা পেতে পারে ৯ থেকে ১৬টি আসন৷ অর্থাৎ. স্বাভাবিক ভাবে বিজেপি সহজে বিধানসভা দখল করতে চলেছে বিজেপি, একথা বলাই চলে৷

আরও পড়ুন: কালো টাকা সাদা করার 'কারখানা'? ভিনরাজ্যে হৈমন্তী গঙ্গোপাধ্য়ায়ের আরও এক নতুন শেল কোম্পানির হদিস

আরও পড়ুন: গোপাল, বিকাশ এবং আরমান, বিভিন্ন নামের আড়ালে কি একজনই? ধন্দে গোয়েন্দারা

অন্যদিকে নাগাল্যান্ডেও ক্ষমতায় আসতে চলেছে বিজেপির সঙ্গে জোটে থাকা এনডিপিপি৷ এক্সিস-মাই ইন্ডিয়ার পরিসংখ্যান অনুসারে, সেই রাজ্যের ৬০টি আসনের মধ্যে এনডিপি পেতে পারে ২৮ থেকে ৩৪টি আসন৷ বিজেপি পেতে পারে ১০ থেকে ১৪টি আসন৷ কংগ্রেস পেতে পারে ১-২টি আসন, এনপিএফ পেতে পারে ৩-৮টি আসন৷

অন্য রকমের পরিসংখ্যান এসেছে মেঘালয় থেকেও৷ এক্সিস-মাই ইন্ডিয়ার এক্সিট পোলের হিসাব অনুসারে, ৬০ আসনের মেঘালয়ে এনপিপি জিতে পারে ১৮ থেকে ২৪টি আসনে, বিজেপি জিততে পারে ৪-৮টি আসনে, কংগ্রেস জিততে পারে ৬ থেকে ১২টি আসনে৷ তৃণমূল জিততে পারে ৫-৯টি আসনে৷ ফলে সেই রাজ্যে একক ভাবে কোনওদলই ক্ষমতায় আসছে না, সেই কথা বলা চলে৷ সেক্ষেত্রে রাজনৈতিক ভবিষ্যত কী হবে, সেটাই দেখার৷

আরও পড়ুন:আপডেট পড়ুন ত্রিপুরা নির্বাচনের ফলাফল 2023 (Tripura Election Result 2023) এখানে খবর
Published by:Uddalak B
First published:

Tags: Exit Poll