Exit Poll For Three States: অ্যাক্সিসের এক্সিট পোলে ত্রিপুরা, নাগাল্যান্ড বিজেপির দখলে, ত্রিশঙ্কু হতে পারে মেঘালয়ের ফল

Last Updated:

Exit Poll For Three States: সব মিলিয়ে ফল কী হতে চলেছে, তার একটি আভাষ দিয়েছে এই এক্সিট পোল৷

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
নয়াদিল্লি: এক্সিট পোলে বিপুল জয়ের সম্ভাবনা বিজেপির৷ ত্রিপুরা, নাগাল্যান্ডে বিজেপির জয় দেখছে এক্সিস-মাই ইন্ডিয়ায় এক্সিট পোল৷ এ বার ত্রিপুরায় একদিকে ছিল বিজেপি অন্য দিকে ছিল কংগ্রেস ও বামের জোট এবং তৃণমূল লড়েছিল৷ এ ছাড়াও লড়াইয়ে গুরুত্বপূর্ণ ছিল তিপ্রামোথাও৷ ওদিকে মেঘালয়ে ভাল ফল করতে চলেছে তৃণমূল৷ সেখানে ৫ থেকে ৯টি আসন জিততে পারে ঘাসফুল শিবির৷ ফলে মেঘালয়ে সরকার গঠনে বড় ভূমিকা নিতে পারে তৃণমূলও৷ এই সব মিলিয়ে ফল কী হতে চলেছে, তার একটি আভাষ দিয়েছে এই এক্সিট পোল৷
অ্যাক্সিস-মাই ইন্ডিয়া-এর এক্সিট পোলে দেখা গিয়েছে ত্রিপুরায়, শতাংশের বিচারে বিজেপির ভোট বাড়বে, কমবে কংগ্রেস ও বামেদের ভোট৷ আসনের বিচারে এক্সিসের এক্সিট পোলে দেখা গিয়েছে, ৬০ আসনের বিধানসভায় বিজেপি পেতে পারে ৩৬ থেকে ৪৫টি আসন, বাম ও কংগ্রেস জোট পেতে পারে ৬-১১ আসন৷ আর তিপ্রামোথা পেতে পারে ৯ থেকে ১৬টি আসন৷ অর্থাৎ. স্বাভাবিক ভাবে বিজেপি সহজে বিধানসভা দখল করতে চলেছে বিজেপি, একথা বলাই চলে৷
advertisement
advertisement
আরও পড়ুন: গোপাল, বিকাশ এবং আরমান, বিভিন্ন নামের আড়ালে কি একজনই? ধন্দে গোয়েন্দারা
অন্যদিকে নাগাল্যান্ডেও ক্ষমতায় আসতে চলেছে বিজেপির সঙ্গে জোটে থাকা এনডিপিপি৷ এক্সিস-মাই ইন্ডিয়ার পরিসংখ্যান অনুসারে, সেই রাজ্যের ৬০টি আসনের মধ্যে এনডিপি পেতে পারে ২৮ থেকে ৩৪টি আসন৷ বিজেপি পেতে পারে ১০ থেকে ১৪টি আসন৷ কংগ্রেস পেতে পারে ১-২টি আসন, এনপিএফ পেতে পারে ৩-৮টি আসন৷
advertisement
অন্য রকমের পরিসংখ্যান এসেছে মেঘালয় থেকেও৷ এক্সিস-মাই ইন্ডিয়ার এক্সিট পোলের হিসাব অনুসারে, ৬০ আসনের মেঘালয়ে এনপিপি জিতে পারে ১৮ থেকে ২৪টি আসনে, বিজেপি জিততে পারে ৪-৮টি আসনে, কংগ্রেস জিততে পারে ৬ থেকে ১২টি আসনে৷ তৃণমূল জিততে পারে ৫-৯টি আসনে৷ ফলে সেই রাজ্যে একক ভাবে কোনওদলই ক্ষমতায় আসছে না, সেই কথা বলা চলে৷ সেক্ষেত্রে রাজনৈতিক ভবিষ্যত কী হবে, সেটাই দেখার৷
advertisement
আরও পড়ুন:
advertisement
বাংলা খবর/ খবর/দেশ/
Exit Poll For Three States: অ্যাক্সিসের এক্সিট পোলে ত্রিপুরা, নাগাল্যান্ড বিজেপির দখলে, ত্রিশঙ্কু হতে পারে মেঘালয়ের ফল
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement