আগরতলা কেন্দ্রে তৃণমূল, বিজেপি, সিপিআইএম, কংগ্রেস, এসইউসিআই ও নির্দল প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই কেন্দ্রেই রয়েছেন হেভিওয়েট প্রার্থী কংগ্রেসের সুদীপ রায় বর্মণ এবং বিজেপির অশোক সিনহা। টাউন বরদোয়ালি কেন্দ্রে তৃণমূল কংগ্রেস, বিজেপি, কংগ্রেস, ফরওয়ার্ড ব্লক, এসইউসিআই ও নির্দল প্রার্থীর মধ্যে লড়াই হবে। এই কেন্দ্রে হেভিওয়েট প্রার্থী ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা, কংগ্রেসের প্রার্থী আশিষ সাহা ৷ ফলে এই দুই কেন্দ্র নিয়ে আগ্রহ দানা বেঁধেছে রাজনৈতিক মহলে।
advertisement
আরও পড়ুন-ত্রিপুরায় ভোটারদের জন্য হেল্পলাইন চালু করল তৃণমূল কংগ্রেস
রাজ্যের চার কেন্দ্রের উপনির্বাচনে ২২ প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন ১ লাখ ৮৯ হাজার ৩২ জন ভোটার৷ এর মধ্যে আগরতলা কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ৫১৭৩৯ জন। টাউন বরদোয়ালি কেন্দ্রে ভোটারের সংখ্যা ৪৬৬২২ জন। সুরমা কেন্দ্রে ভোটার ৪৭৩০০ জন। যুবরাজনগর কেন্দ্রে ভোটার ৪৩৩৭১ জন। রাজ্যের এই চার কেন্দ্রে মহিলা ভোটারের সংখ্যা সবচেয়ে বেশি ৷ ৯৫৩৮৯ জন ৷ পুরুষ ভোটারের সংখ্যা ৯৩৬৩৮ জন। তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ৫ জন ৷ রাজ্যের চার কেন্দ্রে মোট ২২১টি পোলিং স্টেশন আছে। এর মধ্যে ১১১টি পোলিং স্টেশন শহরাঞ্চলে। ১১০ টি পোলিং স্টেশন আছে গ্রামাঞ্চলে। সুরমায় ৬০ টি পোলিং স্টেশন আছে। টাউন বরদোয়ালিতে আছে ৫৬ টি পোলিং স্টেশন। আগরতলাতে আছে ৫৫টি পোলিং স্টেশন ও যুবরাজনগরে আছে ৫০টি পোলিং স্টেশন।
আরও পড়ুন-রাশিফল ২৩ জুন; দেখে নিন কেমন যাবে আজকের দিন
এই নির্বাচনে সর্বমোট ২৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। এ ছাড়া রয়েছে ত্রিপুরা স্টেট রাইফেলসের জওয়ানরাও। রাজ্যের চার কেন্দ্রের জন্য চালু করা হয়েছে ভোটার হেল্পলাইন। ফোনে ও হোয়াটসঅ্যাপে জানানো যাবে অভিযোগ। সাহায্য চাওয়া যাবে নির্বাচন সংক্রান্ত।