তৃণমূলের অভিযোগ, তাঁদের সঙ্গে বলপূর্বক ধস্তাধস্তি করা হয়েছে, হেনস্থা করা হয়েছে মহিলা সাংসদদেরও। তারপরেই থানার বাইরে অবস্থান তাঁদের।
মঙ্গলবার সকাল থেকেই থানার মধ্যে তাঁরা এই ধর্না অবস্থান শুরু করেন। ইতিমধ্যেই এই ইস্যুতে রাজভবনে গিয়েছেন তৃণমূল কংগ্রেসের ১১ জন প্রতিনিধি। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়।
advertisement
তিনি বলেন, ‘‘দিল্লির ইসি’তে দাবি নিয়ে আমাদের প্রতিনিধি দল গিয়েছিল। দিনের আলোয় গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। এর কারিগর হল নির্বাচন কমিশন। আমাদের মহিলা সাংসদদের হেনস্থা করা হয়েছে। দোলা সেনকে অমানবিক ভাবে নিয়ে যাওয়া হয়েছে টেনে হিঁচড়ে,ডেরেককে চ্যাংদোলা করে নিয়ে গেছে।’’ তৃণমূল কংগ্রেস শিবিরের দাবি, তাঁদের এই শান্তিপূর্ণ অবস্থান চলবে।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
New Delhi,New Delhi,Delhi
First Published :
April 09, 2024 9:19 AM IST