Toilet Cleaning tips with Garlic: সামান্য কয়েক কোয়া রসুন আর লবঙ্গ...তাতেই সাফ টয়লেট! এক রাতেই উবে যাবে সব হলুদ ছোপ, ঠিক এই ভাবে...
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
কিন্তু, জানেন কি, অতি ঘরোয়া জিনিসপত্র দিয়েই টয়লেট পরিষ্কার করে ফেলা যায়! যে কোনও গৃহস্থ বাড়িতেই লবঙ্গ এবং রসুন থাকে৷ জানেন কি, এই লবঙ্গ এবং রসুন দিয়ে দারুণ ভাবে টয়লেট পরিষ্কার করা যায়৷
advertisement
সময় মতো যদি বাড়ির কোমোড বা টয়লেট পরিষ্কার করা হয়, তাহলে সেখানে হলুদ ছাপ ধরে যায়৷ আমরা অনেকেই হয়ত জানি যে, এই হলুদ ছাপ আসলে এক ধরনের শ্যাওলা৷ এখান থেকেই বাড়তে থেকে ক্ষতিকারক ব্যাকটেরিয়ার গ্রোথ৷ ক্রমে তা চূড়ান্ত অস্বাস্থ্যকর পরিস্থিতি তৈরি করে৷ তাই কোনও টয়লেট পরিষ্কার করার রাসায়নিক হোক কী অন্য কোনও ঘরোয়া উপায়ে টয়লেট অবশ্যই পরিষ্কার করা উচিত৷ নিয়মিত টয়লেট পরিষ্কার না করলে বাড়িতে মশার উপদ্রব বাড়ে৷
advertisement
advertisement
শুধু মাছ মাংসের পদেই নয়, গৃহস্থ বাড়ির আরও নানা ক্ষেত্রেই ব্যবহার করা যায়। শুধু তাই নয়, রসুন আপনার ত্বকের জেল্লা বাড়ায়। রসুনের গুণাগুণ স্বাস্থ্য ভাল রাখতে কাজ করে। কিন্তু, বাথরুমের কটূ গন্ধ দূর করতেও রসুন অসাধারণ কাজের৷ রসুনের গন্ধে ছোটখাটো পোকামাকড়, আরশোলা তো বটেই, দূর হয় বহু ক্ষতিকর ব্যাকটেরিয়াও৷ আসুন জেনে নেওয়া যাক কী কী উপায়ে রসুন দিয়ে বাথরুম এবং টয়লেট পরিষ্কার করে ফেলা যায়৷
advertisement
রসুনে থাকা অ্যালিসিন নামক জৈব রাসায়নিক যৌগ রসুনের এই তীব্র গন্ধের জন্য দায়ী। বাথরুমে থাকা ব্যাকটেরিয়া এবং ছত্রাক মেরে ফেলার জন্য তাই রসুনের একটা কোয়াই যথেষ্ট। টয়লেট পরিষ্কার রাখার জন্য টয়লেটের ভিতরে রসুনের একটি কোয়া ফেলে দিন। তবে ফ্লাশ করবেন না এবং ওই ভাবেই রেখে দিন অন্তত একটা রাত। রসুনের সঙ্গেই ফেলে রাখতে পারেন কয়েকটা লবঙ্গ৷
advertisement
advertisement
advertisement
রসুন ছাড়াও, রান্নাঘরে আরও দু’টি জিনিসও বাথরুম পরিষ্কার করার জন্য খুব কাজের৷ তার মধ্যে একটি হল বেকিং সোডা আর অপরটি ভিনিগার৷ আধ গ্লাস বেকিং সোডা এবং আধ গ্লাস সাদা ভিনিগার নিয়ে ভাল করে মিশিয়ে নিন৷ তারপর মিশ্রণটা ঢেলে দিন কোমোডে৷ ৩০ মিনিট রেখে ফ্লাশ করে দিন বা ভাল করে জল ঢেলে দিন৷ সেরকম কড়া দাগ হলে সারারাতও ওই ভাবে রেখে দিতে পারেন৷
advertisement