Abhishek Banerjee: তৃণমূলের বিরুদ্ধে ‘ষড়যন্ত্র’! লোকসভা নির্বাচনের আগে BJP-NIA ‘যোগসাজশ’, বিস্ফোরক অভিযোগ অভিষেকের
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
- Reported by:Amit Sarkar
Last Updated:
কুণালের অভিযোগ, ‘‘ধনরাম সিং স্বরাষ্ট্র মন্ত্রকের আস্থাশীল। এই ভদ্রলোকের সরাসরি স্বরাষ্ট্র মন্ত্রকের কাছাকাছি সম্পর্ক আছে। হোম মিনিষ্ট্রি জড়িত। এটা পুরোপুরি বিজেপি ও এনআইএ-এর পরিকল্পিত চক্রান্ত।”
কলকাতা: লোকসভা নির্বাচনের আগে তৃণমূলের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রে’র অভিযোগ বিজেপি যোগসাজশেই ভূপতিনগর বিস্ফোরণকাণ্ডে দুই তৃণমূলনেতাকে গ্রেফতার করেছে NIA৷ এবার এই অভিযোগের প্রেক্ষিতে একাধিক তথ্য, নথি প্রকাশ করে বিজেপির বিরুদ্ধে জোরাল আক্রমণ শানাল তৃণমূল৷ এদিন সাংবাদিক বৈঠক করে এ বিষয়ে নথিপত্র সামনে আনেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ এবং মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য৷ তারপরেই এ বিষয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷
এদিনের পোস্টে অভিষেক লেখেন, ‘নির্বাচনী আদর্শ আচরণবিধি বহাল থাকার মধ্যেও এনআইএ-র সঙ্গে সাজশ করে তৃণমূলের বিরুদ্ধে চক্রান্ত করছে বঙ্গ বিজেপি৷ এসব সত্ত্বেও চুপ করে রয়েছে নির্বাচন কমিশন৷’
Experience the unfolding ALLIANCE BETWEEN the @NIA_India and @BJP4Bengal , ORCHESTRATING CONSPIRACIES AGAINST TRINAMOOL leaders amid the Model Code of Conduct. While this collusion persists, the ECI stands by, conspicuously silent, neglecting its duty to ensure fair play.
👇🏻👇🏻👇🏻 https://t.co/ROKRSVgGXG
— Abhishek Banerjee (@abhishekaitc) April 7, 2024
advertisement
advertisement
আরও পড়ুন: নিউটাউনে NIA-এর এসপি-র বাড়িতে কোন বিজেপি নেতা! টাকা লেনদেন! ভূপতিনগরকাণ্ডে বিস্ফোরক অভিযোগ তৃণমূলের
এদিন সাংবাদিক বৈঠকে কুণাল ঘোষ অভিযোগ আনেন, নিউটাউনে এনআইএ-এর এসপি ধনরাম সিংহের বাড়ির ভিসিটর বুকে দেখা গিয়েছে জিকে তিওয়ারির নাম। ধনরাম সিংয়ের বাড়িতে গিয়েছিলেন জিতেন্দ্র তিওয়ারি। ভিজিটার্স বুকে লেখা রয়েছে জে জিরো সিক্স সিক্স ফ্ল্যাটে গিয়েছিলেন ওই বিজেপি নেতা। সন্ধ্যা সাড়ে ছটা থেকে সন্ধ্যা সাতটা বাইশ মিনিট পর্যন্ত সেখানেই ছিলেন তিনি।
advertisement
কুণালের অভিযোগ, ‘‘ধনরাম সিং স্বরাষ্ট্র মন্ত্রকের আস্থাশীল। এই ভদ্রলোকের সরাসরি স্বরাষ্ট্র মন্ত্রকের কাছাকাছি সম্পর্ক আছে। হোম মিনিষ্ট্রি জড়িত। এটা পুরোপুরি বিজেপি ও এনআইএ-এর পরিকল্পিত চক্রান্ত।”
তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের দাবি, ‘‘ধনরাম সিং ও জিতেন তিওয়ারির বিরুদ্ধে অবিলম্বে এফআইআর করে তদন্ত শুরু করুক রাজ্য পুলিশ। রাজ্য সরকারকে অনুরোধ করছি এফআইআর করা হোক এদের বিরুদ্ধে। নির্বাচন কমিশন কি কোনও পদক্ষেপ গ্রহণ করবে না? পদক্ষেপ গ্রহণ করতে হবে এটা আমাদের দাবি।”
advertisement
আরও পড়ুন: সামান্য কয়েক কোয়া রসুন আর লবঙ্গ…তাতেই সাফ টয়লেট! এক রাতেই উবে যাবে সব হলুদ ছোপ, ঠিক এই ভাবে…
তৃণমূল মুখপাত্র চন্দ্রিমা ভট্টাচার্যও বলেন, ”ধনরাম সিং ও জিতেন তিওয়ারির বিরুদ্ধে অবিলম্বে এফআইআর করে তদন্ত শুরু করুক রাজ্য পুলিশ। এখন নির্বাচনের আচরণ বিধি চালু হয়ে গেছে। তদন্ত করতে এখন সময় বেছে নেওয়া হল! ভোর চারটের সময় বাড়িতে ঢুকে পড়লেন। আর একটা টিম ৫.৪৫ মিনিটে থানায় পাঠালেন! এটা চক্রান্ত। এনআইএ চক্রান্ত করছে। জিতেন্দ্র তিওয়ারি নিজের ঠিকানা দিয়েছেন ক্যামাক স্ট্রিটের, যেখানে তার মেয়ে থাকেন। ওখানে গিয়ে একঘণ্টা ছিলেন, কী আলোচনা থাকতে পারে! মহিলাদের ওপর অত্যাচার করেছে। মহিলারা প্রতিরোধ করবে, প্রতিরোধ করবে। দশজনের প্রতিনিধি দল যাবেন। নির্বাচন কমিশনের কাছে সময় চেয়ে চিঠি দেওয়া হয়েছে।”
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
April 07, 2024 2:22 PM IST