সুধীন ধাভিলকর গোয়ার মন্ত্রিসভাতেও জায়গা পেয়েছিলেন৷ কিন্তু ২০১৯ সালে তাঁর দলের দুই বিধায়ক বিজেপি-তে যোগ দেওয়ার পরই সুধীনকে গোয়ার মন্ত্রিসভা থেকে বাদ দেওয়া হয়৷
এমজিপি-র সঙ্গে জোট বাঁধার কথা সোমবার বিকেলে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)৷ গোয়ায় তৃণমূলের ভারপ্রাপ্ত নেত্রী মহুয়া মৈত্র বলেন, 'এই জোট তৃণমূলের লড়াকু মানসিকতা এবং এমজিপি-র সঙ্গে গোয়ার গভীর সম্পর্কের বন্ধন৷ গোয়ার মানুষ বিজেপি-র বিকল্প সরকারের অপেক্ষা করছে৷ আমাদের বিশ্বাস তাঁরা আর পিছনে ফিরে তাকাবেন না৷'
আরও পড়ুন: হরিয়ানায় দলীয় কার্যালয় খুলছে তৃণমূল, বুধবার উদ্বোধন গুরুগ্রামে
সূত্রের খবর, বিজেপি-র পুরনো এক জোট সঙ্গী এবং স্থানীয় একটি দলের সঙ্গেও জোট গঠন নিয়ে আলোচনা শুরু হয়েছিল তৃণমূলের৷ যদিও শেষ পর্যন্ত সেই আলোচনা ফলপ্রসূ হয়নি৷
আরও পড়ুন: গোয়াতেও এবার দিদির দূত, প্রচারের জন্যে পথে নামছে বিশেষ গাড়ি
তবে এমজিপি-র সঙ্গে তৃণমূলের জোট গঠনের ক্ষেত্রে বড় ভূমিকা নিয়েছেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং তৃণমূলের সর্বভারতীয় সহ সভাপতি লুইজিনহো ফেলেইরো৷ জানা গিয়েছে, গোয়ার চল্লিশটি বিধানসভা আসনের মধ্যে নয় থেকে দশটিতে লড়াই করতে পারে এমজিপি৷ গোয়ার আরও বেশ কয়েকটি দলের সঙ্গেও আলোচনা চালাচ্ছে তৃণমূল৷
ইতিমধ্যেই কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়েছে গোয়া ফরওয়ার্ড পার্টি৷ তৃণমূলের অভিযোগ, ২০১৭ সালেবেশি আসনে জিতেও গোয়া ফরওয়ার্ড পার্টি এবং এমজিপি-র সাহায্যে বিজেপি-কে সরকার গঠনের সুযোগ করে দিয়েছিল কংগ্রেসই৷