লুধিয়ানার শেরপুর এলাকায় একই রকম একটি নীল ড্রামের ভিতরে একটি পচা মৃতদেহ পাওয়া গেছে। বুধবার সকালে সাফাইকর্মীরা একটি খালি জমিতে একটি পরিত্যক্ত ড্রাম পড়ে থাকতে দেখেন৷ সেখান থেকে তীব্র দুর্গন্ধ বের হচ্ছিল। তখনই তাঁরা দেখতে পান মৃতদেহটি৷
advertisement
খবর পেয়ে ঘটনাস্থলে যায় ৬ নম্বর ডিভিশন পুলিশ। স্টেশন হাউস অফিসার (এসএইচও) ইনস্পেক্টর কুলবন্ত কৌর জানিয়েছেন, দেহটি বছর চল্লিশের কোনও ব্যক্তির৷ তার গলা-পা দড়ি দিয়ে শক্ত করে বেঁধে রাখা ছিল৷ তারপর গোটা দেহ চাদর দিয়ে মুড়ে প্লাস্টিকের ব্যাগে বরে নীল ড্রামের ভিতরে ভরা ছিল৷
মৃতদেহটিতে ইতিমধ্যেই পচন শুরু হওয়ায় তদন্তকারীরা মনে করছেন, অন্তত দিন দু’য়েক আগে ওই ব্যক্তিকে খুন করা হয়ে থাকতে পারে৷ ওই ব্যক্তির চেহারা দেখে তদন্তকারীরা অনুমান করেছেন, ওই ব্যক্তি রাজ্যের বাইরের৷ তাঁর পরিচয় এখনও জানা যায়নি৷
সিসিটিভি ফুটেজ দেখে কারা ওই ড্রাম ওখানে ফেলেছে, তা বোঝার চেষ্টা করা হচ্ছে৷ ঘটনার তদন্ত করছে পুলিশ৷ তদন্তাকারীরা মনে করছেন, খুনের ধরন দেখে মনে করা হচ্ছে, ওই ব্যক্তিকে পূর্ব পরিকল্পনা করেই খুন করা হয়েছে৷