TRENDING:

National News: গলা-হাত শক্ত করে দড়ি দিয়ে বাঁধা...প্লাস্টিকে মোড়া দেহ পচছে নীল ড্রামে! লুধিয়ানায় হাড়হিম হত্যাকাণ্ড

Last Updated:

সিসিটিভি ফুটেজ দেখে কারা ওই ড্রাম ওখানে ফেলেছে, তা বোঝার চেষ্টা করা হচ্ছে৷ ঘটনার তদন্ত করছে পুলিশ৷ তদন্তাকারীরা মনে করছেন, খুনের ধরন দেখে মনে করা হচ্ছে, ওই ব্যক্তিকে পূর্ব পরিকল্পনা করেই খুন করা হয়েছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পঞ্জাব: মেরঠ কাণ্ডের স্মৃতি ফিরল পঞ্জাবের লুধিয়ানায়৷ মেরঠে, প্রেমিকের সঙ্গে ষড়যন্ত্র করে নেভি স্বামীকে খুন করে নীল ড্রামে ভরে রেখেছিল স্ত্রী৷ এবার সেই রকমই নীল ড্রামের মধ্যে দড়ি দিয়ে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার হল এক পচাগলা দেহ৷
News18
News18
advertisement

লুধিয়ানার শেরপুর এলাকায় একই রকম একটি নীল ড্রামের ভিতরে একটি পচা মৃতদেহ পাওয়া গেছে। বুধবার সকালে সাফাইকর্মীরা একটি খালি জমিতে একটি পরিত্যক্ত ড্রাম পড়ে থাকতে দেখেন৷ সেখান থেকে তীব্র দুর্গন্ধ বের হচ্ছিল। তখনই তাঁরা দেখতে পান মৃতদেহটি৷

আরও পড়ুন: কাদের জন্য ভাড়া বাড়ছে না ট্রেনের? কারা পাচ্ছেন সুবিধা…দিতে হবে না বাড়তি টাকা, ১ জুলাই থেকে চালু নতুন ভাড়া

advertisement

খবর পেয়ে ঘটনাস্থলে যায় ৬ নম্বর ডিভিশন পুলিশ। স্টেশন হাউস অফিসার (এসএইচও) ইনস্পেক্টর কুলবন্ত কৌর জানিয়েছেন, দেহটি বছর চল্লিশের কোনও ব্যক্তির৷ তার গলা-পা দড়ি দিয়ে শক্ত করে বেঁধে রাখা ছিল৷ তারপর গোটা দেহ চাদর দিয়ে মুড়ে প্লাস্টিকের ব্যাগে বরে নীল ড্রামের ভিতরে ভরা ছিল৷

মৃতদেহটিতে ইতিমধ্যেই পচন শুরু হওয়ায় তদন্তকারীরা মনে করছেন, অন্তত দিন দু’য়েক আগে ওই ব্যক্তিকে খুন করা হয়ে থাকতে পারে৷ ওই ব্যক্তির চেহারা দেখে তদন্তকারীরা অনুমান করেছেন, ওই ব্যক্তি রাজ্যের বাইরের৷ তাঁর পরিচয় এখনও জানা যায়নি৷

advertisement

আরও পড়ুন: ছাড়া পেয়ে যাবে সোনম? মেঘালয় কাণ্ডে বড় আপডেট…কেউ ভাবতে পারেনি শেষ পর্যন্ত এটা হবে, এবার কী করবে পুলিশ?

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সিসিটিভি ফুটেজ দেখে কারা ওই ড্রাম ওখানে ফেলেছে, তা বোঝার চেষ্টা করা হচ্ছে৷ ঘটনার তদন্ত করছে পুলিশ৷ তদন্তাকারীরা মনে করছেন, খুনের ধরন দেখে মনে করা হচ্ছে, ওই ব্যক্তিকে পূর্ব পরিকল্পনা করেই খুন করা হয়েছে৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
National News: গলা-হাত শক্ত করে দড়ি দিয়ে বাঁধা...প্লাস্টিকে মোড়া দেহ পচছে নীল ড্রামে! লুধিয়ানায় হাড়হিম হত্যাকাণ্ড
Open in App
হোম
খবর
ফটো
লোকাল