Indian Railways New Ticket Fare: কাদের জন্য ভাড়া বাড়ছে না ট্রেনের? কারা পাচ্ছেন সুবিধা...দিতে হবে না বাড়তি টাকা, ১ জুলাই থেকে চালু নতুন ভাড়া

Last Updated:
আরও একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে রেলের তরফে—১ জুলাই ২০২৫ থেকে তৎকাল টিকিট বুকিংয়ের সময় Aadhaar Authentication বাধ্যতামূলক করা হচ্ছে। এর ফলে কালোবাজারি বন্ধ করে প্রকৃত যাত্রীদের উপকার হবে বলে দাবি।
1/7
মাস পেরলেই ট্রেনের ভাড়া বাড়াতে চলেছে ভারতীয় রেলওয়ে৷  দীর্ঘ ৫ বছর পরে৷ ১ জুলাই থেকে বাড়বে এই ভাড়া৷ তবে কাদের জন্য ভাড়া বাড়ছে না? কাদের উপরে এর প্রভাব পড়ছে না, কারা কারা এর আওতায় পড়ছে না সবটাই জানুন বিস্তারিত৷  Generated image
[caption id="" align="alignnone" width="1200"] মাস পেরলেই ট্রেনের ভাড়া বাড়াতে চলেছে ভারতীয় রেলওয়ে৷ দীর্ঘ ৫ বছর পরে৷ ১ জুলাই থেকে বাড়বে এই ভাড়া৷ তবে কাদের জন্য ভাড়া বাড়ছে না? কাদের উপরে এর প্রভাব পড়ছে না, কারা কারা এর আওতায় পড়ছে না সবটাই জানুন বিস্তারিত৷ Generated image</dd> <dd>[/caption]
advertisement
2/7
রেলমন্ত্রক জানিয়েছে, দূরপাল্লা ট্রেনের AC classes, sleeper class, and second class ট্রেনের ভাড়া বাড়তে চলেছে আগামী ১ জুলাই থেকে৷ কত হারে বাড়ছে এই সমস্ত ক্লাসের ভাড়া? ভাড়া বাড়লে কাদের কোনও চিন্তা নেই? Generated image
[caption id="" align="alignnone" width="1200"] রেলমন্ত্রক জানিয়েছে, দূরপাল্লা ট্রেনের AC classes, sleeper class, and second class ট্রেনের ভাড়া বাড়তে চলেছে আগামী ১ জুলাই থেকে৷ কত হারে বাড়ছে এই সমস্ত ক্লাসের ভাড়া? ভাড়া বাড়লে কাদের কোনও চিন্তা নেই? Generated image</dd> <dd>[/caption]
advertisement
3/7
AC class-এ প্রতি কিলোমিটার ভাড়া বাড়ছে ২ পয়সা করে, Sleeper Class (Mail/Express)-এ প্রতি কিলোমিটার ১ পয়সা করে৷ Second Class (General)এ প্রতি কিলোমিটারে ভাড়া বাড়ছে হাফ পয়সা করে৷ এটি প্রতি ৫০০ কিলোমিটারের বেশি যাতায়াতের জন্য প্রযোজ্য৷ কিন্তু, ভাড়া বাড়ায় চিন্তা নেই কাদের? Generated image
[caption id="" align="alignnone" width="1200"] AC class-এ প্রতি কিলোমিটার ভাড়া বাড়ছে ২ পয়সা করে, Sleeper Class (Mail/Express)-এ প্রতি কিলোমিটার ১ পয়সা করে৷ Second Class (General)এ প্রতি কিলোমিটারে ভাড়া বাড়ছে হাফ পয়সা করে৷ এটি প্রতি ৫০০ কিলোমিটারের বেশি যাতায়াতের জন্য প্রযোজ্য৷ কিন্তু, ভাড়া বাড়ায় চিন্তা নেই কাদের? Generated image</dd> <dd>[/caption]
advertisement
4/7
কাদের উপর কোনও প্রভাব পড়ছে না? যাঁরা লোকাল ট্রেনে যাতায়াত করেন, শহরতলির ট্রেন (Suburban Trains) তাঁদের ক্ষেত্রে ভাড়া একই থাকবে৷ যাঁরা কাজের প্রয়োজনে ট্রেনে প্রতিদিন যাতায়াত করেন, লক্ষ লক্ষ সাধারণ মানুষ, তাঁদের ক্ষেত্রে ভাড়ার কোনও পরিবর্তন হচ্ছে না৷ কারণ, লোকাল ট্রেনের ভাড়া বাড়ছে না৷  Generated image
[caption id="" align="alignnone" width="1200"] কাদের উপর কোনও প্রভাব পড়ছে না? যাঁরা লোকাল ট্রেনে যাতায়াত করেন, শহরতলির ট্রেন (Suburban Trains) তাঁদের ক্ষেত্রে ভাড়া একই থাকবে৷ যাঁরা কাজের প্রয়োজনে ট্রেনে প্রতিদিন যাতায়াত করেন, লক্ষ লক্ষ সাধারণ মানুষ, তাঁদের ক্ষেত্রে ভাড়ার কোনও পরিবর্তন হচ্ছে না৷ কারণ, লোকাল ট্রেনের ভাড়া বাড়ছে না৷ Generated image</dd> <dd>[/caption]
advertisement
5/7
যাঁদের মান্থলি কাটা থাকে, Monthly Season Ticket (MST) সুবিধাভোগী যাঁরা, তাঁদের ক্ষেত্রে ভাড়া বাড়ছে না৷ ফলে যারা মাসিক টিকিট কেটে যাতায়াত করেন, তাঁদের জন্যও বাড়তি চাপ পড়বে না। Generated image
[caption id="" align="alignnone" width="1200"] যাঁদের মান্থলি কাটা থাকে, Monthly Season Ticket (MST) সুবিধাভোগী যাঁরা, তাঁদের ক্ষেত্রে ভাড়া বাড়ছে না৷ ফলে যারা মাসিক টিকিট কেটে যাতায়াত করেন, তাঁদের জন্যও বাড়তি চাপ পড়বে না। Generated image</dd> <dd>[/caption]
advertisement
6/7
৫০০ কিলোমিটার পর্যন্ত যাঁরা সেকেন্ড ক্লাসে যাতায়াত করছেন, তাঁদের ক্ষেত্রেও ভাড়া অপরিবর্তিত থাকবে৷
৫০০ কিলোমিটার পর্যন্ত যাঁরা সেকেন্ড ক্লাসে যাতায়াত করছেন, তাঁদের ক্ষেত্রেও ভাড়া অপরিবর্তিত থাকবে৷
advertisement
7/7
আরও একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে রেলের তরফে—১ জুলাই ২০২৫ থেকে তৎকাল টিকিট বুকিংয়ের সময় Aadhaar Authentication বাধ্যতামূলক করা হচ্ছে। এর ফলে কালোবাজারি বন্ধ করে প্রকৃত যাত্রীদের উপকার হবে বলে দাবি।
আরও একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে রেলের তরফে—১ জুলাই ২০২৫ থেকে তৎকাল টিকিট বুকিংয়ের সময় Aadhaar Authentication বাধ্যতামূলক করা হচ্ছে। এর ফলে কালোবাজারি বন্ধ করে প্রকৃত যাত্রীদের উপকার হবে বলে দাবি।
advertisement
advertisement
advertisement