Meghalaya Honeymoon Case: ছাড়া পেয়ে যাবে সোনম? মেঘালয় কাণ্ডে বড় আপডেট...কেউ ভাবতে পারেনি শেষ পর্যন্ত এটা হবে, এবার কী করবে পুলিশ?

Last Updated:

পুলিশ সুপার বলেন, ‘‘আমরা অভিযুক্তদের ৫ জনের মধ্যে ২ জনকে ম্যাজিস্ট্রেটের কাছে পাঠিয়েছিলাম৷ সেখানে ওরা কোনও বিবৃতি দিতে চায়নি৷ আমাদের কাছে ওদের বিরুদ্ধে যদিও একাধিক তথ্য প্রমাণ রয়েছে৷ আমরা ফরেন্সিক টেস্টের রিপোর্টের জন্যেও অপেক্ষা করছি৷’’

News18
News18
মেঘালয়: মেঘালয়ে হানিমুনে গিয়ে নিজের স্বামীকে সুপারি কিলার দিয়ে খুন করিয়েছিল ইনদওরের সোনম রঘুবংশী৷ তবে বিরাট প্ল্যান করেও কোনও লাভ হয়নি৷ পুলিশের হাতে ধরা পড়তেই হয়েছে৷ এবার আরও বড় ঝামেলায় পডতে সোনম৷ তাঁর নিজেরই কাঁড়ি কাঁড়ি টাকা দিয়ে রাখা লোক, যাকে দিয়ে সে খুন করিয়েছিল তাঁর সদ্য বিয়ে করা স্বামী রাজা রঘুবংশীকে, তারাই সোনমের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা করতে চলেছে৷
মেঘালয়ে খুনের ঘটনায় নিযুক্ত বিশেষ তদন্তকারী দলের প্রধান তথা শিলং সিটি পুলিশ সুপার হারর্বাট পাইনিয়েদ জানিয়েছেন, সোনমের ভাড়া করা দুই ভাড়াটে খুনি আকাশ রাজপুত এবং আনন্দ কুর্মি আদালতে কোনও দোষ স্বীকার করেনি৷ ম্যাজিস্ট্রেটের সামনে তারা সমানে চুপ থেকেছে৷
advertisement
advertisement
পুলিশ সুপার বলেন, ‘‘আমরা অভিযুক্তদের ৫ জনের মধ্যে ২ জনকে ম্যাজিস্ট্রেটের কাছে পাঠিয়েছিলাম৷ সেখানে ওরা কোনও বিবৃতি দিতে চায়নি৷ আমাদের কাছে ওদের বিরুদ্ধে যদিও একাধিক তথ্য প্রমাণ রয়েছে৷ আমরা ফরেন্সিক টেস্টের রিপোর্টের জন্যেও অপেক্ষা করছি৷’’
মেঘালয় পুলিশ আগেই দাবি করেছিল, ধৃত অভিযুক্তদের মধ্যে প্রত্যেকেই তাঁদের অপরাধ স্বীকার করেছেন৷ কিন্তু, পাশাপাশি এটাও ঠিক যে পুলিশের কাছে করা কোনও স্বীকারোক্তি আদালতে গ্রাহ্য হয় না৷ সেই কথা মনে করিয়ে দিয়ে শিলং পুলিশ সুপার বলেছেন, ‘‘স্বীকারোক্তি না করা তাদের অধিকার৷ কিন্তু, প্রমাণও গুরুত্বপূর্ণ৷ কোনও সমস্যা নেই৷ এই মামলায় আমাদের কাছে প্রমাণ আছে৷’’
advertisement
পুলিশের দাবি, ১১ জুন সোনম তার স্বামীকে খুন করানোর কথা স্বীকার করেছিল৷ পুলিশ জানিয়েছে, এই আনন্দ, আকাশ এবং বিশালকে প্রথম কিস্তির টাকা সোনমের তুতো ভাই জিতেন্দ্র রঘুবংশী দিয়েছিল৷
অভিযোগ, আনন্দ এবং আকাশ ছাড়াও বিশাল সিং চৌহান সোনমকে তাঁর নববিবাহিত স্বামী রাজা রঘুবংশীকে খুন করতে সাহায্য করেছিল৷ মেঘালয় পুলিশ দাবি করেছিল, ধৃতেরা প্রত্যেকেই জানিয়েছিল, সোনমই তাঁদের খুন করার বদলে ১০ লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল৷ প্রথম কিস্তির টাকাও দেওয়া হয়েছিল তাদের৷ কিন্তু, ম্যাজিস্ট্রেটের সামনে সেসব কোনও কথাই বলেনি আকাশ ও আনন্দ৷ ফলে অপরাধীদের স্বীকারোক্তি না থাকায় সেই অপরাধ তথ্য প্রমাণাদি দিয়ে আদালতের সামনে প্রমাণ করতে হবে পুলিশকে৷ অপরাধ প্রমাণ করতে না পারলে, ছাড়া পেয়ে যেতে পারেন অপরাধীরা৷ এমনকি, সোনমও৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Meghalaya Honeymoon Case: ছাড়া পেয়ে যাবে সোনম? মেঘালয় কাণ্ডে বড় আপডেট...কেউ ভাবতে পারেনি শেষ পর্যন্ত এটা হবে, এবার কী করবে পুলিশ?
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement