ইতিমধ্যেই, বন্দেভারত এক্সপ্রেসের সময়সূচি চুড়ান্ত করে ফেলেছে রেল। প্রকাশিত হয়েছে স্টেশনের তালিকা। যতদূর জানা গিয়েছে, আপাতত, বিহারের বারসোই, মালদহ টাউন, রবীন্দ্রনাথ ঠাকুরের বোলপুরের শান্তিনিকেতনে দাঁড়াবে এই ট্রেন। বুধবার বাদে রোজই এই ট্রেন চলবে। ট্রেনের নম্বর ২২৩০১ ও ২২৩০২। মাত্র সাড়ে সাত ঘণ্টাতেই বন্দে ভারত তাঁর যাত্রীদের হাওড়া থেকে পৌঁছে দেবে উত্তরের এনজেপি-তে।
advertisement
আরও পড়ুন: খোদ প্রধানের বিরুদ্ধেই এই মারাত্মক অভিযোগ তুলল গ্রামবাসী! মুর্শিদাবাদে ধুন্ধুমার
কিন্তু, সব নজর যখন বন্দে ভারত এক্সপ্রেসের দিকে, তখন কিছুটা হলেও খারাপ খবর শতাব্দী এক্সপ্রেসের জন্য। নিজের গতি ও বিলাসব্যসনের সুবিধার জন্য শুরু থেকেই ভারতীয় রেল-এর অন্যতম আকর্ষণ হয়ে এসেছে শতাব্দী এক্সপ্রেস। কিন্তু, রেল সূত্রের খবর, বন্দে ভারত চালু হওয়ার সঙ্গে সঙ্গেই গতি কমছে শতাব্দীর। হাওড়া নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেসে জুড়ছে বর্ধমান স্টপেজ। তার জেরে এখন শতাব্দী এক্সপ্রেসের হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি পৌঁছতে সময় লাগবে আরও ১০ মিনিট বেশি।
আরও পড়ুন: শীত পড়তেই বাজারে 'কারও পৌষ মাস কারও সর্বনাশ', ৫-১০ টাকায় মিলছে সবজি!
এখনও পর্যন্ত দেশে কেবলমাত্র তিনটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালু রয়েছে। প্রথমটি দিল্লি থেকে বারাণসী পর্যন্ত, যা গত ২০১৯ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করেছিলেন। দ্বিতীয়টি দিল্লি থেকে জম্মুর কাটরা পর্যন্ত। এবং, তৃতীয়টি গান্ধিনগর থেকে মুম্বই পর্যন্ত। এবার, প্রথম বন্দে ভারত এক্সপ্রেস পেতে চলেছে পূর্ব ভারতও। আগামী ৩০ ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে উদ্বোধন হতে চলেছে পূর্ব ভারতের বন্দে ভারত যাত্রার।