Murshidabad Awas youjona: খোদ প্রধানের বিরুদ্ধেই এই মারাত্মক অভিযোগ তুলল গ্রামবাসী! মুর্শিদাবাদে ধুন্ধুমার

Last Updated:

বিক্ষোভকারী জনতার দাবি, পুরন্দরপুর গ্রামপঞ্চায়েতের প্রধান বৃন্দাবন ঘোষ আবাস যোজনায় স্বজন পোষণ করেছেন এবং কাটমানি নিয়ে আবাস যোজনার ঘর পাইয়ে দিচ্ছে।

+
কান্দি

কান্দি ব্লকের পুরন্দরপুরে আবাস যোজনা নিয়ে বিক্ষোভ 

#মুর্শিদাবাদ: আবাস যোজনাকে কেন্দ্র করে ফের বিক্ষোভে উত্তাল হয়ে উঠল মুর্শিদাবাদ জেলার কান্দি ব্লকের পুরন্দরপুর গ্রাম পঞ্চায়েত।  প্রয়োজন নেই এমন মানুষের নাম থাকলেও, যাদের সত্যি ঘর দরকার, তাদের নাম বাদ পড়ছে বলে অভিযোগ৷
মুর্শিদাবাদ জেলার কান্দি থানার অন্তর্গত পুরন্দরপুর গ্রামপঞ্চায়েতে প্রধানের বিরুদ্ধে তুমুল বিক্ষোভ। আবাস যোজনায় স্বজন পোষণ ও কাটমানি নেওয়ার অভিযোগ তুলে, বুধবার গ্রামবাসীরা একত্রিত হয়ে পঞ্চায়েত কার্যালয়ে উপস্থিত হয়ে বিক্ষোভ দেখতে থাকেন। বিক্ষোভ ঠেকাতে কান্দি থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুভাষচন্দ্র ঘোষের নেতৃত্বে কান্দি থানার বিশাল পুলিশ বাহিনী ছুটে আসে এবং বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে বিক্ষোভ হটায়।
advertisement
advertisement
বিক্ষোভকারী জনতার দাবি, পুরন্দরপুর গ্রামপঞ্চায়েতের প্রধান বৃন্দাবন ঘোষ আবাস যোজনায় স্বজন পোষণ করেছেন এবং কাটমানি নিয়ে আবাস যোজনার ঘর পাইয়ে দিচ্ছে। অথচ গরিব মানুষ যারা আবাস যোজনার ঘর পাওয়া যোগ্য তাদের ঘর দিচ্ছে না৷ যদিও গ্রামবাসীদের অভিযোগ ভিত্তিহীন বলেছেন প্রধান বৃন্দাবন ঘোষ।
advertisement
কৌশিক অধিকারী
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad Awas youjona: খোদ প্রধানের বিরুদ্ধেই এই মারাত্মক অভিযোগ তুলল গ্রামবাসী! মুর্শিদাবাদে ধুন্ধুমার
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement