Modi Visit || Howrah: বন্ধ থাকবে 'এই' প্ল্যাটফর্মগুলি! প্রধানমন্ত্রীর সফরের জন্য হাওড়া স্টেশনে একাধিক ট্রেন নিয়ন্ত্রণ

Last Updated:

Modi Visit || Howrah: যাত্রীদের যাতায়াতের জন্য নিয়ন্ত্রণ থাকবে হাওড়া স্টেশন চত্বর। 

প্রধানমন্ত্রীর সফর ঘিরে তৎপরতা তুঙ্গে হাওড়ায়
প্রধানমন্ত্রীর সফর ঘিরে তৎপরতা তুঙ্গে হাওড়ায়
#কলকাতা: গতকাল রাত থেকেই বন্ধ করে দেওয়া হয়েছে হাওড়া নিউ কমপ্লেক্সের ক্যাবওয়ে। বন্ধ থাকবে ২১, ২২ ও ২৩ নম্বর প্ল্যাটফর্মও। ওই রাস্তা ও প্ল্যাটফর্ম থেকে সমস্ত ট্রেন, যান ও যাত্রী চলাচল বন্ধ থাকবে অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত। ২২ নম্বর প্লাটফর্মও শেষ প্রান্তে মূল অনুষ্ঠান মঞ্চে হাজির থাকার জন্য মাত্র ২২টি ভিআইপি পাস দেওয়া হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব-সহ আরও বেশ কয়েকজন মন্ত্রী বলে রেল জানিয়েছে। ২৩ নম্বর প্ল্যাটফর্মে ৫০০ সিটে বসবেন আমন্ত্রিতরা। আরও শ’পাঁচেক আমন্ত্রিত দাঁড়িয়ে অনুষ্ঠান দেখতে পারবেন। ওই অনুষ্ঠান থেকে রেলের সাতটি প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
মঙ্গলবারই ক্যাবওয়েটি ঘিরে ফেলা হয়েছে নিরাপত্তা কর্মীদের দিয়ে। গার্ড রেল দিয়ে আটকানো হয়েছে রাস্তার চার দিক। ২৩ নম্বর প্ল্যাটফর্মে তৈরি হচ্ছে অস্থায়ী মঞ্চ। পুরো স্টেশনে চলছে রং করার কাজ।জোকা-তারাতলা মেট্রো, হাওড়া-এনজেপির মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস, ডানকুনি-চন্দনপুর চতুর্থ লাইন, বৈঁচি-শক্তিগড় ডবল লাইন ও থার্ড লাইন, সুপার ক্রিটিক‌্যাল প্রোজেক্ট, নিমতিতা-নিউ ফরাক্কা ডবল লাইন। পাশাপাশি নিউ জলপাইগুড়ি স্টেশনের পুর্ণ উন্নয়নের শিলান‌্যাস ও আমবাড়ি ফালাকাটা থেকে গুমানিহাটের মধ্যে ব্রডগেজ লাইনের ডবলিংয়ের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
advertisement
advertisement
অন্যদিকে আগামিকাল সকাল ৮'টা থেকে একাধিক ট্রেন নিয়ন্ত্রণ করা হবে হাওড়া স্টেশনে। বিশেষ করে দক্ষিণ পূর্ব রেল নিয়ন্ত্রিত হবে। সকাল ৯.১৮ যে উলুবেড়িয়া লোকালটি হাওড়া আসার কথা তা সাঁতরাগাছিতে এসে যাত্রা শেষ করবে। ৯.৩৭ হাওড়া আসে যে পাঁশকুড়া লোকাল ও ১০ঃ৪৫ সময়ের মেচেদা লোকাল তা সাঁতরাগাছিতেই যাত্রা শেষ করবে।
advertisement
১০ঃ৫৫ ও ১১ঃ০৫ মিনিটে যে পাঁশকুড়া ও উলুবেড়িয়া লোকাল হাওড়া আসে, তা সাঁতরাগাছিতেই দাঁড়িয়ে যাবে। দক্ষিণ পূর্ব রেলের ট্রেনগুলি যেহেতু নিউ কমপ্লেক্সে আসে, সেখানেই উদ্বোধনী অনুষ্ঠান ফলে এই সিদ্ধান্ত। অন্যদিকে পূর্ব রেলের যে সব ট্রেন হাওড়া ওল্ড কমপ্লেক্সে আসে। তাদের গতি ও যাত্রাপথ নিয়ন্ত্রিত করা হবে। বিশেষ করে হাওড়া স্টেশনে যাত্রীদের যাতায়াত নিয়ন্ত্রণ করবে রেল।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Modi Visit || Howrah: বন্ধ থাকবে 'এই' প্ল্যাটফর্মগুলি! প্রধানমন্ত্রীর সফরের জন্য হাওড়া স্টেশনে একাধিক ট্রেন নিয়ন্ত্রণ
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement