Birbhum News : শীত পড়তেই বাজারে 'কারও পৌষ মাস কারও সর্বনাশ', ৫-১০ টাকায় মিলছে সবজি!
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
অল্প টাকাতেই থলি ভর্তি করে বাজার থেকে হাসিমুখে বাড়ি ফিরছেন ক্রেতারা। তবে খুশি নন বিক্রেতারা।
#বীরভূম: দিন কয়েক আগে পর্যন্ত বাজারে গিয়ে থলি ভর্তি করতে হিমশিম খেতে হচ্ছিল মধ্যবিত্তদের। তবে এখন বাজারহাটে উল্টো ছবি। অল্প টাকাতেই থলি ভর্তি করে বাজার থেকে হাসিমুখে বাড়ি ফিরছেন ক্রেতারা। তবে ক্রেতাদের মুখে হাসি ফুটলেও বিক্রেতাদের কিন্তু লাভের পরিমাণ কমে গিয়েছে। সবজির দাম এখন একেবারেই কমে যাওয়ার কারণ হিসাবে ক্রেতা বিক্রেতা উভয়পক্ষের তরফ থেকে জানানো হয়েছে, শীতকালে সবজির ফলন প্রচুর পরিমাণে বৃদ্ধি পাওয়ার কারণেই দাম এত কমে গিয়েছে।
আগে যেখানে এক একজন ক্রেতাকে ২০০ থেকে ৩০০ টাকার বাজার করতে হত, সেই জায়গায় এখন তারা অর্ধেক টাকা খরচ করেই ব্যাগ ভর্তি করে বাড়ি ফিরছেন। এমনকী এখন আলুর দামও রয়েছে আয়ত্বের মধ্যে। মাস খানেক আগেই একটি ফুলকপির পিছনে ৩০ থেকে ৪০ টাকা খরচ করতে হত, সেই ফুলকপি এখন সাত থেকে ১০ টাকায় বাজারে ছড়াছড়ি। বাঁধাকপির ক্ষেত্রেও একই অবস্থা। পালং শাক থেকে বেগুন সবকিছুই এখন ১০ টাকায় মিলছে সিউড়ি এবং তার পার্শ্ববর্তী বাজারে।
advertisement
advertisement
একটু বেশি দাম রয়েছে মটরশুঁটি, পেঁয়াজের। দাম কমেছে আদা, রসুন, লঙ্কারও। বিক্রেতাদের তরফ থেকে জানানো হয়েছে, আগে তাঁরা এই সকল শাকসবজি ওজনে বিক্রি করতেন। কিন্তু এখন দাম এতটাই কমেছে যে ওজন করার আর দরকার হচ্ছে না। গোটা গোটা ফুলকপি, বাঁধাকপি দিয়ে দিচ্ছেন ১০ টাকার কম দামেই। আবার পালং শাক-সহ অন্য় শাক সবজিও আঁটি আঁটি দিয়ে দেওয়া হচ্ছে ৫-১০ টাকাতেই।
advertisement
আরও পড়ুন: বিড়ালের মতো দেখতে, কিন্তু বিড়াল না! বীরভূমে আজব প্রাণী ঘিরে হইচই
তবে দাম এখন খুব কমে যাওয়ার ফলে তাদের লাভের অঙ্কও কমে গিয়েছে। কারণ আগে যত টাকার জিনিসপত্র লেনদেন হত তা এখন আর হচ্ছে না। অন্যদিকে ক্রেতারা জানিয়েছেন, বাজারে এসে আগে থলি ভর্তি করতে হিমশিম খেতে হত, এখন আবার থলি ভর্তি করে নিয়ে যেতে হিমশিম খেতে হচ্ছে। শীতের বাজারের এখন পরিস্থিতি এমনই যে, 'কারও পৌষ মাস কারও সর্বনাশ'।
advertisement
মাধব দাস
view commentsLocation :
First Published :
December 29, 2022 1:37 PM IST