গত তিন বছর ধরে তিন জনে একইসঙ্গে লিভ ইন করছিলেন৷ একত্রবাসে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন সাথীবাবুর দুই প্রেমিকাই৷ কন্যাসন্তানের জন্ম দেন স্বপ্না৷ অন্যদিকে সুনীতা মা হন পুত্রসন্তানের৷ এর পরই দুই তরুণীর বাড়ি থেকে বিয়ের জন্য চাপ আসতে থাকে৷
আরও পড়ুন : নিজে দিনের পর দিন স্নান না করলেও প্রাক্তন স্ত্রী মীনাক্ষীর চানের জল গরম করে দিতেন দুর্নিবার
advertisement
শেষে পঞ্চায়েতের দ্বারস্থ হন তরুণীদের পরিবার৷ তিন গ্রামের পঞ্চায়েতের তরফে সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে দুই প্রেমিকাকেই বিয়ে করতে হবে সাথীবাবুকে৷ সেইমতো গত ৯ মার্চ সকালে বসেছিল বিয়ের আসর৷
আরও পড়ুন : অনুরাগিণী থেকে হন প্রথম অর্ধাঙ্গিনী, প্রাক্তন স্ত্রী মীনাক্ষীর প্রচণ্ড রাগ নাকি সামলাতেন দুর্নিবারই
তবে বিয়ের কথা গোপন রাখতে গ্রামে সংবাদমাধ্যমের প্রবেশ সেদিন নিষিদ্ধ করলেও সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি, ভিডিও ছড়িয়ে পড়া আটকানো যায়নি৷ রকমারি কমেন্টের পাশাপাশি ভাইরাল হয়ে পড়ে সেগুলি৷